উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া পরিস্থিতি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বিগত বেশ কয়েকদিনে তুলনায়। উত্তরবঙ্গের শীতের দাপট আগের তুলনায় অনেকটা কম লক্ষ্য করা যাবে আগামী দিনগুলোতে।
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় ১১°-১৩° সেলসিয়াসের মধ্যে। এছাড়াও দার্জিলিং ও কালিংপং এর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫°-৭° সেলসিয়াস এর কাছাকাছি। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সেলসিয়াসের মধ্যে লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে ভ্রমণকারী পর্যটকদের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে আপাতত আগামী তিন দিন কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলোতে সকালের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে যার জেরে কিছু কিছু অংশে দৃশ্যমানতা কম থাকতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য ও পাহাড়ি অঞ্চলগুলোতে রোদ্দৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে আগামী ৭২ ঘণ্টায়।

No comments:
Post a Comment