প্রবল শীতের মধ্যে তাপমাত্রা বাড়ার কিছুটা আশার আলো - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, January 08, 2026

প্রবল শীতের মধ্যে তাপমাত্রা বাড়ার কিছুটা আশার আলো

বিগত কয়েক দিন ধরে রাজ্যজুড়ে দেখা যাচ্ছে যে জাকিয়ে শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও চলে যাচ্ছে ৬ ডিগ্রির কাছাকাছি কলকাতা তার সংলগ্ন তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি কাছাকাছি নেমে গেছে আমরা তা দেখেছি। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও নামতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা অনেকটাই পতন ঘটেছে আগামী দিনগুলিতে। পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে গত 12 বছরের রেকর্ড ভেঙে গেছে কলকাতার সংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রার। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী ৪৮ ঘণ্টার সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা কমবে এবং জাঁকিয়ে শীতে অনুভূত হবে গোটা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। তবে আশার আলো এটাই যে আগামী ৪৮ ঘণ্টার পর থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।১২ থেকে ১৩ ডিগ্রীর কাছাকাছি চলে যেতে পারে। তবে সেটি খুব সাময়িক ভাবে স্থায়ী থাকবে। আবারো নতুন করে ১১ তারিখ এর পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে এবং শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি আবার ফিরে আসবে গোটা রাজ্য জুড়ে। আপাতত শীতের মুখে কোন রকম বাধা নেই। তাপমাত্রা এই পতন অব্যাহত থাকবে রাজ্যজুড়ে। তবে কিছুটা তাপমাত্রা বাড়লেও আগামী দিনগুলোতে কিন্তু আবারও তাপমাত্রা পতনের হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে আপাতত কোন কুয়াশা সম্ভাবনা নেই তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে ঘন কুয়াশার সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত রাজ্যজুড়ে থাকছে না, তবে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে। আপাতত শৈত্যপ্রবাহের সাথে কিছুটা আশার আলোক বলাই যায় যে বাড়বে তাপমাত্রা আগামী ৭২ ঘণ্টার পর কিন্তু সেটি কিন্তু অল্প স্থায়ী হবে। ১৫ তারিখের পর থেকে ফের তাপমাত্রা নামবে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......