Thunderstorm week start in Bengal, রাজ্যজুড়ে দুর্যোগের সম্ভাবনা - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, February 24, 2019

Thunderstorm week start in Bengal, রাজ্যজুড়ে দুর্যোগের সম্ভাবনা



According   to our weather prediction winter has to be gone from South bengal. Maximum and minimum temperature will be start to rising in kolkata and many parts of West Bengal.
So last few days, Kolkata has been recorded minimum temperature around 18°C or more. Other hand, increasing moisture and warm wind share to helping us for welcome Spring. 
But now we have to chance for development of severe convitive activity in next few days in most of the places over West Bengal and Kolkata also.
As result, Moderate to heavy Thunder storm possiblity in next 3 days in all over West Bengal. Some places have to also chances of strong wind and effecting By hail storm in those days. 
Specially monday to wednesday rain and thunder shower will be occur Western district of gangetic West Bengal and also East burdwan, Nadia, North 24 pargana. All those places have to chances of Hail storm.
But What's the reason of severe Thunderstorm at this time in Bengal ?
Weather of West Bengal announce that, development of convergence zone in all over the West Bengal region, influence by two system, one is strong Western Disturbance move to East words, which is able to enter cold wind share in Bengal. Another is high pressure, which is capable to enter warm and moist wind share in land. Where this both of wind share converge in South Bengal region. It's also support to make a circulation in Jharkhand region.
That's the reason of build up severe conviction in all over West Bengal and Bangladesh also. Which is grow up hail storm risk in many part of West Bengal. 
So be prepare for Severe weather activity in this week.
But after the Thunder storm, temperature will be slidly decrease and comfortability will be came back again.


ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিয়েছে।
ইতি মধ্যেই অধিকাংশ অঞ্চলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের থেকে। ক্রমেই তাপমাত্রা ও আদ্রতা বৃদ্ধির ফলে দক্ষিণবঙ্গের অস্বস্তির চরমে উঠেছে।
বেশ কিছুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ আশপাশের অঞ্চলে ১৮° সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা ক
দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে গরম এবং ঘর্মাক্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে।

অন্যদিকে উত্তর ভারত থেকে এগিয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া উচ্চ চাপের কারণে উত্তর ভারত থেকে শুষ্ক শীতল বাতাস এবং দক্ষিনে সাগর থেকে আগত উষ্ণ এবং আর্দ্র বাতাসের সংঘর্ষের ফলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে।
উত্তর ভারতে অবস্থানরত পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশই পূর্ব ভারতের দিকে অগ্রসর হওয়ার ফলে, ঝাড়খন্ড বিহার লাগো অঞ্চলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খন্ড বিহার ও বাংলাদেশের বিভিন্ন অংশ আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর এই ঝড় বৃষ্টির আচরণ এবারে কালবৈশাখী মত হতে পারে।
তাই এই মরশুমের প্রথম কালবৈশাখী হিসাবে গণ্য করা যেতে 
তবে এই ঝড় বৃষ্টির ফলে রাজ্যজুড়ে এই অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি অনেকটাই কমবে বলে আশা করা যায়। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমবে।

By P.Ghosh
Update:5:30 pm IST
24/02/2019


No comments:

Post a Comment