Winter don't want to good bye from Bengal, শীতের আর কত দিন বঙ্গে ? - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, February 03, 2019

Winter don't want to good bye from Bengal, শীতের আর কত দিন বঙ্গে ?




কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত। আরো সপ্তাহ খানেক চলবে শীতের দাপট। তবে আগামী সপ্তাহের মধ্য ভাগে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আগামী সপ্তাহের শেষে আবার জাঁকিয়ে পরবে শীত।
কারন, দফায় দফায় পশ্চিমীঝঞ্জার কারনে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। যা পরবর্তীকালে বয়ে আসছে পশ্চিমবঙ্গে। তাই তাপমাত্রা দ্রুত কমছে। তবে Weather of West Bengal এর তরফে জানানো হচ্ছে যে, ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গ থেকে পাকাপাকি ভাবে শীত বিদায় নিতে শুরু করবে। সেক্ষেত্রে তখন ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির কারনে অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে।



Winter do not want to good bye to bengal, till now. Minimum temperature has been recorded 13°C to 14°C till now in kolkata.
Most of the west bengal faceing good winter in next few days. But why create like this situation?
Because of back to back Western disterbance supply enough cold wave like situation which is intensify winter. As the result, minimum temperature can not be able to rising up.
Weather of West Bengal, also announced that winter will be start to go back from bengal from middle week of February.
After that hot and sultry weather will be available in bengal.
Thank you.
By P.ghosh
Update: 01:10 IST 
03/02/2019

No comments:

Post a Comment