Holi special Weather Forecast, কেমন আবহাওয়া থাকবে দোলের দিনে - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, March 19, 2019

Holi special Weather Forecast, কেমন আবহাওয়া থাকবে দোলের দিনে


Last Sunday rain and thunder shower pocket mini places over gangetic West Bengal and Kolkata also. Kolkata received good amount of rainfall and faced 85 km per hour in speed.
Hail storm also impact many part of South Bengal and Kolkata also.
That's the reason of temperature did not grow up more than 29 degree Celsius yesterday.
In this week the people of West Bengal and all over countries will be celebrate special colourful festival Holi. Which is the most popular festival in Hindu's.
But what will be happen all those days ?
In this Wednesday, mainly clear sky have no possibility of rain and thunder showers in South Bengal and Kolkata also.
But maximum temperature will be grow up unnecessarily. The maximum temperature will be chance to record around 34 degree Celsius.
And western district of gangetic West Bengal chance to record 36 degree Celsius or more.
Thursday, mainly clear sky have no possibility of rain and thunder shower in West Bengal. The temperature grow up rapidly, Kolkata have to possibility of recording temperature at this time around 36°C.
And western district of gangetic West Bengal chance to create heatwave like situations, and day temperature will be record around 38°C.
Show all those those days, warm and hot weather condition will be create.
So be prepared to avoid this hit condition and gate protection at this season.



গত রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের অধিকাংশ জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও দেখা গেছে। কলকাতার উপর দিয়ে ঘন্টায় 85 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে।
এর ফলে দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চলে গত সোমবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে যথেষ্ট কম ছিল।
আজ মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে।  আজ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও।
এই সপ্তাহে, হিন্দু ধর্মের উল্লেখযোগ্য একটি উৎসব দোল পালিত হতে চলেছে গোটা রাজ্যসমূহ ভারতবর্ষজুড়ে।
আর এই দল হল রঙের উৎসব, যা সর্ব ধর্ম নির্বিশেষে পালিত হয়।
তাহলে কি এই রঙের উৎসবে ও হানা দিতে পারে ঝড় বৃষ্টি ?
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী বুধবার থেকে রাজ্যজুড়ে কোথাও কোন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা সে ক্ষেত্রে নিকট হতে পারে ৩৪° সেলসিয়াস এর আশপাশে।
এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬° সেলসিয়াস এর আশপাশে।
বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা ৩৬° সেলসিয়াস এর আশপাশে ঘোরাফেরা করবে।
পশ্চিমাঞ্চলে জেলাগুলোর তাপমাত্রা ৩৮°সেলসিয়াস এর আশপাশে চলে যেতে পারে।
ক্ষেত্রে এই বছরের রঙের উৎসব দোলে গরম থাকবে যথেষ্ট বেশি। সে ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করা প্রয়োজন।

🌈 ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে অগ্রিম রঙিন শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাজ্য বাসীর জন্য।

By P.Ghosh
Update: 1:30 IST
19/03/2019

No comments:

Post a Comment