প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে, আরো বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ জুড়ে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, June 02, 2019

প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে, আরো বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ জুড়ে।

Today in Andul, Howrah... Image courtesy P.Ghosh
গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টিপাতের যথেষ্ট ঘাটতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের দু-একটি জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ছাড়া কলকাতা শহর দক্ষিণবঙ্গের জন্য তেমন বৃষ্টি জোটেনি।
গত কয়েক সপ্তাহ ধরে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম ও পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে ভালো রকম কালবৈশাখীর কারণে যথেষ্ট বৃষ্টিপাত হয়েছে।
কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলোতে আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাওয়ায় এবং তাপমাত্রার যথেষ্ট বেশি থাকায় গরম এবং ঘর্মাক্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছিল। দিনের বেলায় তাপমাত্রা যথেষ্ট বেশি থাকায় ও বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি সূচক ছিল স্বাভাবিকের থেকে অনেকগুণ বেশি।
Today in Andul Howrah, Starting Pre monsoon Shower
কিন্তু সময়ের সাথে সাথে আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের দফায় দফায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি হয়েছে। এবং এই ঝড় বৃষ্টির ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে যথেষ্ট নিচে নেমেছে।
সমস্ত আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বর্ষার অগ্রিম যে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় সেই অগ্রিম বৃষ্টি অর্থাৎ বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গ জুড়ে।
একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নিকট। এবং একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে সেই ঘূর্ণাবর্ত টি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে।
এর প্রভাবে গত কিছুদিন ধরে প্রচুর জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করেছে। এবং সম্পূর্ণ অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চারের জন্য। এর ফলে আজ থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলোতে।
আগামী 24 থেকে 48 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্তমান উপগ্রহ চিত্র এবং আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। এবং এই স্খলন নিম্নচাপের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কম বেশি ভালো রকম বৃষ্টিপাত দেখা যাবে এই সপ্তাহ অধিকাংশ সময় জুড়ে।
এই স্খল নিম্নচাপের প্রভাবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারি সাথে সাথে দক্ষিণবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলোতে এবং উপকূলবর্তী অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে।
আগামী মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে, সে ক্ষেত্রে নদিয়া উত্তর 24 পরগনা হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের অধিকাংশ অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে।

এই স্থল নিম্নচাপের প্রভাবে বর্ষা উত্তর-পূর্ব ভারতের দিকে অনেকটাই অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে।
সপ্তাহজুড়ে অধিকাংশ সময় আকাশ মেঘলা এবং বৃষ্টিপাতের কারণে কলকাতা শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম। সে ক্ষেত্রে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩°সেলসিয়াস থেকে ৩৪°সেলসিয়াস এর আশপাশে। তবে বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।
মোটের উপর বলাই যায় যে এই সপ্তাহ জুড়ে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি থাকবে মনোরম এবং বিক্ষিপ্তভাবে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সমস্ত অঞ্চলেই।
By P.Ghosh
Update: 07:15 PM IST
02/06/2019

No comments:

Post a Comment