আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে অতি গভীর নিম্নচাপের কেন্দ্রে বায়ুর চাপ ৯৮৬ মিলিবার, এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
অতি গভীর নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই উড়িষ্যার বিভিন্ন অংশের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে মেঘপুঞ্জ নিম্নচাপের পশ্চিম দক্ষিণ পশ্চিমের দিকেে বেশি থাকায়, উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাা রয়েছে।
অতি গভীর নিম্নচাপে প্রভাবে আগামী ১২ থেকে ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী অঞ্চলে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে, পশ্চিমবঙ্গের কাঁথি থেকে উত্তর উড়িষ্যার বালেশ্বর এর মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে আগামীকাল দুপুরের মধ্যে।
উপকূল অতিক্রমের সময়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতাতে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে, ঘন্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পার।
সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায়, মৎস্যজীবীদেের আগামী দুদিনের জন্য সমুদ্রে যেতে সম্পূর্ণরূপে নিষেধ করা হচ্ছে।
বৃষ্টিপাতের দিক দিয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কিছু অঞ্চলে।
বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হতে পারে।
By P.Ghosh
Update: 02:00 AM IST
07/08/2019
No comments:
Post a Comment