বৃষ্টিতে আলু ও শাকসবজির সমূহ ক্ষতি। আজ থেকে ঝড়বৃষ্টির প্রবণতা হ্রাস পাবে দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, February 24, 2025

বৃষ্টিতে আলু ও শাকসবজির সমূহ ক্ষতি। আজ থেকে ঝড়বৃষ্টির প্রবণতা হ্রাস পাবে দক্ষিণবঙ্গে।


নিজস্ব সংবাদদাতা: পর পর আসা পশ্চিমী ঝঞ্ঝার দোসর হয়েছিল উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গত ৫ দিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় বর্ধমান জেলার বর্ধমানে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা।  বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সিকিম ও উত্তর পূর্ব ভারতের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে যার জন্য ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে। যদিও আজ পরিমণ্ডলে থেকে যাওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিক্ষিপ্তভাবে দু একটি অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে তবে ২৫শে ফেব্রুয়ারি থেকে সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কমে যাবে। তবে কাল থেকে সম্পূর্ণ ভাবে বৃষ্টি বন্ধ হলেও বিগত পাঁচ দিন ধরে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি আলুর ভীষণ ক্ষতি করে দিয়েছে। বিশেষ করে হুগলি, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া জেলার আলুর যথেষ্ট ক্ষতি হয়েছে। শুধু আলুই নয় অকাল ঝড়বৃষ্টির প্রভাবে মরশুমি শাকসবজি ও আমের মুকুলের ক্ষতি হয়েছে। তবে আসন্ন দিনের আবহাওয়া পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আগামীকাল থেকে ৪-৫ দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেক কমে আসবে। তবে মার্চের প্রথম ১৫ দিনের মধ্যে ফের ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী ৫ দিনের জেলাভিত্তিক আবহাওয়া পূর্বাভাস করতে গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষত বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম জেলায় শুষ্ক উত্তর পশ্চিমা বাতাসের প্রবাহ বাড়বে যার জন্য রাতের দিকে কিছুটা ঠাণ্ডার আমেজ পাওয়া যাবে। আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা। অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় মনোরম আবহাওয়া ও বেলার দিকে গরম অনুভব হবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমতল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গে আগামী এক সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। কিছু কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার যথেষ্ট তারতম্য অনুভব হবে আগামী ৪৮ ঘন্টায়। 
পূর্বাভাস: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......