গরম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, তাহলে কি দুর্যোগের আসছে ? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, September 16, 2019

গরম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, তাহলে কি দুর্যোগের আসছে ?



যখন দেশের অন্যান্য সমস্ত জায়গা ভারী বর্ষণে ভেসে যাচ্ছে, তখন এই বছর পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি পরিমাণ গুনতে হচ্ছে। 
জুন মাসে এবং জুলাই মাসে অনাবৃষ্টির পর, আগস্ট মাসের বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ঘাটতির পরিমাণ আটকাতে সক্ষম হয়েছে। আগস্ট মাসে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টিপাত ঘটেছে। কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের পর বর্তমানে বর্ষা আবার মুখথুবড়ে পড়ার মত অবস্থা। 

তাহলে কি দক্ষিণবঙ্গ থেকে এবারে বর্ষা বিদায় নেবে ? তাহলে কি এবারের পুজোয় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা থাকছে না ? 

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, বর্তমানে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনরকম সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। উপরন্তু বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে। বৃষ্টিপাত কমার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, আদ্রতা জনিত অস্বস্তি আরো বৃদ্ধি পাবে। 
ফলে গলদঘর্ম অবস্থা হতে পারে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে। 



তবে উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ। তবে বুধবার এরপর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। 


weekly Weather forecast for Kolkata, 16th September to 22 September.


তবে কি আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ?

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে, চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা পরবর্তীকালে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। যদি সমস্ত আবহাওয়া পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে নিম্নচাপ আরো শক্তি বৃদ্ধি করতে পারে বলে আশা করা যাচ্ছে। 

আর ওই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা আগামী সপ্তাহে আবার সক্রিয় হয়ে উঠতে পারে। এর ফলে কলকাতাসহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তখন। 

তবে চলতি সপ্তাহে আগামী দিনগুলিতে তাপমাত্রা বৃদ্ধির সম্মুখীন হতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ বাসীর।  

পুজোর আবহাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে, মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না। সাধারণত ৮ ই অক্টোবর থেকে ১০ ই অক্টোবর এর আশপাশে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়। 
পুজো ৪ ঠা অক্টোবর শুরু হচ্ছে, সে ক্ষেত্রে বলা যায় মৌসুমী বায়ু তখনও থাকতে পারে। 

তাই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছেই। কিন্তু আদেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, বা বৃষ্টিপাত হলে তা কতটা হতে পারে, তা নির্ভর করবে সম্পূর্ণ বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি এবং মতি গতির উপর। কারণ বঙ্গোপসাগরে যদি নতুন করে কোন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, এবং তার অভিমুখ উড়িষ্যা অথবা লাগোয়া অঞ্চলে থাকে। তাহলে সে ক্ষেত্রে দুর্যোগের ঘনঘটা থাকবে পুজোতে।

তাই ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির ওপর সর্বদা নজর রেখে চলেছে। আর কিছুদিন পরেই দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে পুজোর আবহাওয়ার পূর্বাভাস করে দেয়া হবে। 

তাই যেকোনো ধরনের আবহাওয়া পরিস্থিতির খবরা খবর জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ফেসবুক পেজে, আমাদের সাইটে এবং ইউটিউব চ্যানেলে।   


By P.Ghosh
Update: 9:30 pm IST
16/09/2019



No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......