নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় সমগ্র দক্ষিণবঙ্গে কমবেশি বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে আজ। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি দেখা গেছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। বর্তমান উপগ্রহচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা সিকিমের উপর দিয়ে বিস্তৃত হচ্ছে যার প্রভাবে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলায় ৯০ মিলিমিটার প্রতি ঘন্টা হারে বিকাল ৪টে থেকে ৫টার মধ্যে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খড়গপুরে প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে গেছে। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টি দেখা গেছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টা পর থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে যার জন্য আগামী ২৪ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকাংশে কমে আসবে। অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমে আসবে সমগ্র পশ্চিমবঙ্গে। কেন ফেব্রুয়ারি মাস থেকেই দক্ষিণবঙ্গে শুরু হলো ঝড়বৃষ্টি। অন্যান্য বছরে শীতের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম থাকে যার জন্য শীত বিদায় নেবার পর পরিমণ্ডল গরম হতে বেশ খানিকটা সময় লাগে যার জন্য মার্চ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি তৈরি হয়। কিন্তু ২০২৫ সালের শীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময় স্বাভাবিকের উপর ছিল তাই ফেব্রুয়ারি থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে।
২২শে ফেব্রুয়ারি ২০২৫
#Weatherofwestbengal
No comments:
Post a Comment