ক্রমেই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি , শিলাবৃষ্টি। অবশেষে দুর্যোগের আশঙ্কা সত্যি হতে চলেছে । - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, December 09, 2019

ক্রমেই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি , শিলাবৃষ্টি। অবশেষে দুর্যোগের আশঙ্কা সত্যি হতে চলেছে ।


ক্রমেই দুর্যোগের আশঙ্কা বাড়ছে। তিনদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ১১-১৩ তারিখের মধ্যেই দুর্যোগ সবথেকে বেশি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম ভারতে রাজস্থান ও পাঞ্জাব সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থাকার ফলেই ওই সময় বাড়বে বৃষ্টি। ওই ঝঞ্ঝাটি তারপর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে ক্রমশ। এই ঘূর্ণাবর্তটি এক প্রকার পশ্চিমী ঝঞ্ঝা। হিমাচল , জন্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা থাকছে ১০-১৪ তারিখের মধ্যে। ঝঞ্ঝাটি উত্তরবঙ্গ ও বিহারের দিকে সরে এলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রদেশ ও ঝাড়খন্ডের কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মধ্য বঙ্গে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। সকালের দিকে কুয়াশা হতে পারে। উত্তরে বাতাসের দাপট বন্ধ হয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। চিত্রে লাল এলাকাতে দুর্যোগ ঘনিয়ে আসছে। লালের ঘনত্ব বোঝাচ্ছে দুর্যোগের তীব্রতা। উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড , বিহারে ১৩-১৫ তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
বর্তমানে WD টি ভারত থেকে বেশ কিছুটা দূরে আছে। ১০-১২ তারিখের মধ্যে উ প ভারতে হানা দেবে সিস্টেম টি। সুতরাং সতর্ক থাকুন ও সতর্ক রাখুুন। ১০-১৫ এর মধ্যে ঝড়় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।
পূর্বাভাস প্রদানকারী A Batabyal.
তারিখ 9.12.15 .

No comments:

Post a Comment