হাড় কাঁপানো ঠাণ্ডা আসতে চলেছে। রাজ্যে এইবার পাকাপাকি ভাবে আসতে চলেছে শীত। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, December 14, 2019

হাড় কাঁপানো ঠাণ্ডা আসতে চলেছে। রাজ্যে এইবার পাকাপাকি ভাবে আসতে চলেছে শীত।

সোমবার থেকে তাপমাত্রা দ্রুত হারে কমতে শুরু করবে। যা শীতপ্রেমীদের কাছে অত্যন্ত খুশির খবর
। নলেনগুড় , খেজুররসের সাথে হাড় কাঁপানো ঠাণ্ডা পড়তে চলেছে সোমবার থেকে। সোমবার থেকে রবিবার পর্যন্ত ব্যাপক ঠান্ডা পড়তে পারে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১০° সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১০° সেলসিয়াস থেকে ১৪°সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। যাকে এককথায় পাকাপোক্ত শীত বলা হয়। এর পাশাপাশি ওই তাপমাত্রার রেঞ্জ সাতদিন একটানা থাকবে তাই এবার পাকাপাকি শীত সরকারি ভাবে ঘোষণা হয়ে যাবে। তবে এই ঠাণ্ডা থেকে বৃদ্ধ ও শিশুদের সাবধানে রাখবেন। ঠাণ্ডা ও উত্তরে বাতাসের দাপটে জবুথবু হবার সময় চলে এসেছে বঙ্গবাসীর। 
উত্তর পশ্চিম ভারতে অবস্থিত শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা সরে যাচ্ছে। এই ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক তুষারপাত হয়েছে। 
আগামী ১২-১৮ ঘন্টায় আরও সরে যাবে। বিহার ও
উত্তরপ্রদেশের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত এর প্রভাবে ১৮-২৪ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ, বিহার ও নেপালের কিছু জায়গায়। উত্তরবঙ্গের কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে আজকে। কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আকাশ অস্বচ্ছ থেকে আংশিক মেঘলা থাকতে পারে। পরের সপ্তাহে পাকাপাকি ভাবে যে শীত আসতে পারে তা নিয়ে সন্দেহ নেই। 
Forcaster : A Batabyal
D Majumder.
Date: 14.12.19 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......