বিরল সূর্যগ্রহণের সাক্ষী থাকবে ভারত ২৬ তারিখ। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, December 14, 2019

বিরল সূর্যগ্রহণের সাক্ষী থাকবে ভারত ২৬ তারিখ।

এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে ভারতবর্ষ বছরের শেষ সপ্তাহে। ২৬ ডিসেম্বর ঘটতে চলেছে শতাব্দীর অন্যতম সেরা সূর্যগ্রহণ
। সাধারণত আমরা পড়ে এসেছি অমাবস্যা তিথিতে সূর্য , চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে যাকে বলা হয় সিজিগি। এর প্রভাবে চন্দ্রের দ্বারা সূর্যের বেশ কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। ফল স্বরূপ চন্দ্রের ছায়া পৃথিবীর যে অংশে পড়ে সেখানেই গ্রহণ হয়ে থাকে। প্রদত্ত সূর্যগ্রহনটি ইরাক , কুয়েত , আরব ও সংযুক্ত আমীরশাহী , ভারত, শ্রীলঙ্কা, সুমাত্রা, বোর্ণিও প্রভৃতি অঞ্চল থেকে ভালোভাবে দেখা যাবে। কলকাতা থেকে দেখা যাবে এই গ্রহণ। গ্রহণটি সকাল ৮.১৭ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ১০.৫৭ মিনিটে।( ভারতীয় সময় )। এই গ্রহণের বিশেষ বৈশিষ্ট্য হলো রিং অফ ফায়ার বা আগুনের রিং সাধারণত চন্দ্র দ্বারা সূর্য ঢেকে যাওয়ার পরো ছায়া অঞ্চলের চারপাশে একটি বলয়াকার বৃত্তাকার রেখা তৈরি হয় যাকে বলে রিং অফ ফায়ার। এই ফায়ার রিং খুব একটা দীর্ঘ সময় পর্যন্ত থাকেও না। চন্দ্র সরতে থাকার সঙ্গে সঙ্গে আসতে আসতে বেরিয়ে আসে সূর্যের মুল অংশ। 
ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্নাটকের বেশ কিছু জায়গা থেকে এই গ্রহণ ভালোভাবে দেখা যাবে। কেরলার কোঝিকোড সহ বেশ কিছু জায়গা থেকে দেখা যাবে। কলকাতা থেকে দেখা যাবে আংশিক গ্রহণ। দক্ষিণ ভারত থেকে এই গ্রহণ সবথেকে ভালো ভাবে দেখা যাবে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ:১৪.১২.১৯ 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......