২৪-৩৬ ঘণ্টার মধ্যে জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, December 17, 2019

২৪-৩৬ ঘণ্টার মধ্যে জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে।

ভারতের মধ্য ও উত্তর পশ্চিমের অঞ্চলগুলোতে 
ব্যাপক কুয়াশাতে ঢেকেছে আজ। উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা , পাঞ্জাব , ছত্তিশগড় , ওড়িশা সহ নানা জায়গায় কুয়াশা ও কুয়াশামেঘে ঢেকে রয়েছে। ওড়িশা উপকূল ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত উচ্চচাপের প্রভাবে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা ও মেঘ সৃষ্টি করেছে। পাশাপাশি ঝঞ্ঝা চলে যাওয়ার পর ও উত্তরপ্রদেশে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প পরিমন্ডলে থাকায় শুষ্ক ও শীতল বাতাসের সংস্পর্শে ঘনীভূত হয়ে ঘন কুয়াশা ও মেঘময় কুয়াশা সৃষ্টি করছে। ফলে সামগ্রিক ভাবে যে ঠাণ্ডা পড়ার কথা সেই ঠাণ্ডা এখনো পড়তে পারেনি। বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘনীভূত হয়ে কুয়াশা ও মেঘ তৈরি করছে। 
তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে ঠাণ্ডা পড়তে চলেছে। উত্তরে বাতাসের দাপট ২৪-৩৬ ঘণ্টার মধ্যে বাড়়তে পারে। উচ্চচাপ বলয় ২৪-৩৬ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়তে পারে। বুধবার থেকেই রাজ্যে শীত ভালো অনুুভব হতে পারে। বৃহস্পতি বার প্রবল ঠাণ্ডা পড়তে পারে এবং শনি/ রবিবার পর্যন্ত অনুুবভ হবে ঠাণ্ডা। আসছে লেপ কম্বলের আচ্ছে দিন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১৮° সে আশেপাশে। তবে বড়়দিনের সপ্তাহে আবার বাড়তে পারে তাপমাত্রা। এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে মেঘলা আকাশ বা বৃষ্টির সম্ভাবনা। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
সহায়তা প্রদানকারী: দেবজিত মজুমদার।
তা:১৭.১২.১৯

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......