প্রবলতর ঠাণ্ডার সতর্কতা এক্ষুনি অবলম্বন করতে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গকে। আরো নামতে চলেছে কলকাতা ও আসেপাশের এলাকার পারদ ৭২ ঘন্টায়। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ তাপমাত্রা নেমে যেতে পারে ১০°সে থেকে ১২°সেলসিয়াসের মধ্যে। এই ঠাণ্ডার আমেজ থাকবে রবিবার পর্যন্ত। কোথাও কোথাও বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ
তাই বয়স্ক ও শিশুদের সাবধানে রাখবেন। আজ থেকেই দ্রুত হারে কমেছে তাপমাত্রা। বয়ে যাচ্ছে উত্তরে বাতাস। বাঙালির প্রত্যাশিত মারাত্মক ঠাণ্ডা এসে গেছে দুয়ারে। এবার স্নান করতে গেলে হয়তো দুইবার ভাববার সময় চলে এসেছে। পানাগড়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বয়ে যাবে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ। ওই সমস্ত অঞ্চলে তাপমাত্রা নামবে ১০°সেলসিয়াস বা তার নীচে।
কুয়াশা বলয়ের স্থানান্তরের জন্য ১২ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও মধ্য বঙ্গের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা হতে পারে। কুয়াশা হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পরে হেজি বা পরিষ্কার আকাশ থাকবে। তবে সকালের দিকে কুয়াশা, হেজ ও মিস্ট থাকতে পারে। প্রবল বেগে বয়ে যাবে উত্তরে বাতাস। ১৮-২২ তারিখের মধ্যে। আপাতত কোনো তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী সিস্টেম নেই। তবে বড়োদিনের সময় পারদ বাড়তে পারে।
বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, সহ বেশ কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে ৪৮ ঘণ্টায়। বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসছে হিমশীতল বাতাস। যার জন্য আরো নামবে তাপমাত্রা। উচ্চচাপ বলয় বর্তমানে দুর্বল হয়ে গেছে। ফলে প্রবল শীতের প্রস্তুতি দুয়ারে। বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, বর্ধমান সহ একাধিক অঞ্চলে ঘণ কুয়াশার সম্ভাবনা ১২-১৮ ঘণ্টায়। বাংলাদেশে কুয়াশার সম্ভাবনা। উষ্ণতা কমবে বাংলাদেশে। সাতক্ষীরা, খুলনা, যশোর, রাজসাহী, ঢাকা অঞ্চলে শীতের দাপট বেশি থাকতে পারে। উত্তরবঙ্গে ভালো শীতের সম্ভাবনা। থাকছে ঘন কুয়াশার সম্ভাবনা।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল।
সহায়ক: দেবজিত মজুমদার।
তাং: ১৮.১২.১৯ ।
No comments:
Post a Comment