মেঘবৃষ্টির পরেই ভয়াবহ শীত রাজ্যজুড়ে আসবে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, December 24, 2019

মেঘবৃষ্টির পরেই ভয়াবহ শীত রাজ্যজুড়ে আসবে।

বড়োদিনের মরশুমে তৈরি হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বড়োদিন
শুধু খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব নয় সর্বধর্ম সমন্বয়ের বাংলায় অন্যান্য উৎসবের পাশাপাশি এই উৎসবেও রীতিমতো আনন্দ করে থাকে বাঙালি ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়। তাই বড়োদিন ও পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে মেঘ বৃষ্টির সম্ভাবনার কারনে দক্ষিণবঙ্গবাসীর প্রমাদের কারণ হয়ে দাঁড়িয়েছে আসন্ন মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। আশার কথা বড়োদিনের সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। তবে রাতের দিক থেকে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি ও দুএকটি জায়গায় বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে। ২৬ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি
অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও হতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ২৭ ডিসেম্বর সকালের দিকে মেঘাচ্ছন্ন  আকাশের  সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরে ক্রমশ উন্নত হবে আবহাওয়া । রাতের দিকে তাপমাত্রা নামতে পারে। কুয়াশা হতে পারে। 
একটি  উচ্চচাপ বলয় ও শীতল উত্তর পশ্চিমা ও উত্তর পূর্ব  দিক থেকে আসা বাতাসের সঙ্গে আদ্র ও গরম সামুদ্রিক বাতাসের মিলনের জন্য এই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ২৭ তারিখ থেকে উচ্চচাপ বলয় নীচের দিকে অগ্রসর হবে ফলে আকাশ ২৭ তারিখ থেকে পরিস্কার হবে। কমবে রাতের তাপমাত্রা। ২৮/২৯ তারিখ নাগাদ উষ্ণতা আরো নামতে পারে। উত্তরে বাতাসের দাপট বাড়তে পারে। বছরের শেষে রেকর্ড  মাত্রায় আসতে চলেছে শীত। প্রবল শীত। এমন শীত আগে শহরবাসী দেখেনি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০° সে এর নীচে। ২৭ তারিখ রাত থেকে ২৯ তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনকুয়াশার সম্ভাবনা। ২৫ ডিসেম্বর সকালে দক্ষিণ বঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশা হতে পারে। 
চিত্রে দেখা যাচ্ছে সাগরের একটি উচ্চচাপ বলয় আদ্র ও উষ্ণ বাতাসকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ
, ওড়িশা ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঠেলে দিচ্ছে। পাশাপাশি বিপরীত মুখী ভিন্ন ঘনত্বের ও বৈশিষ্ট্যের বাতাসের সঙ্গে মিলনের ফলে সম্মিলন অঞ্চল গঠিত হয়েছে। এই সম্মিলন অঞ্চলের প্রভাবে ২৫-২৭ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও হতে পারে ওই সময়ের মধ্যে। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ২৪.১২.১৯ ।
সময়: রাত ১০ টা । 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......