ভয়ঙ্করতম ঠাণ্ডা পড়তে চলেছে রাজ্যে বর্ষশেষে। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, December 27, 2019

ভয়ঙ্করতম ঠাণ্ডা পড়তে চলেছে রাজ্যে বর্ষশেষে।

২৭ তারিখ বিকালের পর থেকেই দক্ষিণবঙ্গে ক্রমশ কমতে থাকবে তাপমাত্রা। বৃষ্টির পর সামগ্রিক ভাবে উষ্ণতা হ্রাস ও উত্তরে বাতাসের দাপটে ২৭ তারিখ রাত থেকেই কলকাতাবাসী ভালো মতো বুঝতে পারবে ঠাণ্ডার কামড়। ২৮
-৩০ ডিসেম্বরের মধ্যে এবছরের ভয়ঙ্করতম শীত
আসতে চলেছে কলকাতায়। ২৮ ও ২৯ তারিখ নাগাদ তাপমাত্রা নেমে যেতে পারে ৮°-১২° সেলসিয়াসের মধ্যে। ২৯ তারিখ আরো নামতে পারে পারদ। ২৭ তারিখ থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করলেই হু হু করে ঢুকতে থাকবে উত্তরে বাতাস। সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে আজ। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও যত বেলা বাড়বে তত আকাশ পরিষ্কার হতে শুরু করবে। বিকালে আকাশ পরিষ্কার হয়ে যাবে আর তারপরেই মালুম হবে ঠাণ্ডার। ২৮-৩০ তারিখের মধ্যে হাড় হিম করা ঠাণ্ডা থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামতে পারে ৮°-১১° সেলসিয়াসের মধ্যে। পশ্চিমাঞ্চলে নেমে যেতে পারে ৫°-৮° সেলসিয়াসের মধ্যে। বয়ে যেতে পারে ভয়াবহ শৈত্যপ্রবাহ। 
২৮ ও ২৯ তারিখ সকালের দিকে কুয়াশা হতে পারে। ২৭ তারিখ রাতের দিকেও থাকছে কুয়াশার সম্ভাবনা। ২৮-৩০ তারিখের মধ্যে আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে হেজি থাকতে পারে বা কুয়াশা হতে পারে। আকাশ তবে মুুলত পরিষ্কারি থাকবে। এবং সমান তালে বয়ে যেতে পারে উত্তরে বাতাস ও শৈত্যপ্রবাহ। হাওড়া, হুুুুগলি , কলকাতা, বীরভূম
, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ নানা জায়গায় চরম শীতের দাপট থাকবে। উত্তর বঙ্গের জেলাগুলোতে ঠাণ্ডা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। জানুয়ারির ২-৪ তারিখের মধ্যে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে এবিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে। আপাতত সতর্কতা নিন প্রবলতর শীতের। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৭.১২.১৯ 
রাত : ১.৩০ মিনিট। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......