তাপমাত্রা নামল ০°সেলসিয়াসের নীচে। পারদ নামতে পারে কলকাতায় ৮-১০°সে ৪৮ ঘণ্টায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, December 27, 2019

তাপমাত্রা নামল ০°সেলসিয়াসের নীচে। পারদ নামতে পারে কলকাতায় ৮-১০°সে ৪৮ ঘণ্টায়।

রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায় চলেছে ব্যাপক শীত। কোনো কোনো স্থানে তাপমাত্রা নেমে গেছে ০° সেলসিয়াসের নীচে। রাজস্থানের ফতেপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে -৩° সেলসিয়াস। কোটপুলি , সিরোহি , সিকার , চুরু ও জবনেরে তাপমাত্রা নেমেছে ০° সেলসিয়াস‌ 
এর নীচে। পাঞ্জাব, হরিয়ানা  সহ উত্তর পশ্চিম ভারতে চলছে মারাত্মক প্রাণঘাতী শৈত্যপ্রবাহ। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে ওই সমস্ত অঞ্চলে শৈত্যপ্রবাহের সতর্কতা। উত্তর থেকে বয়ে আসা শীতল বাতাসের প্রভাবে শীত জাঁকিয়ে বসেছে ।
ওই সমস্ত অঞ্চলের কোথাও কোথাও দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্রস্ট । উত্তরপ্রদেশ , বিহার , ঝাড়খণ্ড , মধ্যপ্রদেশ , পশ্চিমবঙ্গে ৪৮ -৭২ ঘন্টায় মারাত্মক ঠাণ্ডা ও কিছু অঞ্চলে প্রাণঘাতী শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় বাড়তে পারে উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের দাপট। বাঁকুড়া , পুরুলিয়া, বীরভূম , প মেদিনীপুর , ঝাড়গ্রামের তাপমাত্রা নামতে পারে ৫° সেলসিয়াস থেকে ৮° সেলসিয়াসের মধ্যে। এবং
কলকাতা ও আসেপাশের এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে ৮° সেলসিয়াস থেকে ১০° সেলসিয়াসের মধ্যে  আগামী ৪৮-৭২ ঘন্টায়। 
শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় ও উত্তর পশ্চিম দিক থেকে হিম শীতল বাতাস নেমে আসায় উত্তর পশ্চিম ভারতে ব্যাপক  শীতলতা তৈরি হয়েছে। পাশাপাশি একটি উচ্চচাপ    হিমশীতল বাতাসকে চারদিকে ছড়িয়ে  দিচ্ছে । এই দুুয়ের প্রভাবে আগামী তিনদিন জাকিয়ে শীত বড়়দিনের পরে প্রায় বছর শেষে থাকবে উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গে। এবং বৃষ্টির পরে এই যে ঠাণ্ডা আসছে তা ভয়ঙ্কর কারণ বৃষ্টির ফলে তাপমাত্রা কমেছে এর পর উত্তরে বাতাস যুক্ত হয়়ে তাপমাত্রা অনেকটাই কমাতে পারে। ফলে এক কথায় ভয়ঙ্কর ঠাণ্ডা পড়তে চলেছে। উত্তর বঙ্গে আগামী তিনদিন জাকিয়়ে ঠাণ্ডা থাকবে। কাল বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা হতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অথবা হেজ থাকতে পারে সকালের দিকে। পরে প্রধানত পরিষ্কার থাকবে আকাশ। জানুয়ারির ২-৪ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে পরে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৭.১২.১৯ 
সময় : ৫.০০ ( বিকাল )।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......