মেঘ সরতেই বাড়ছে উত্তরে বাতাসের দাপট। বর্তমানে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বয়ে
যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী ৪৮ ঘন্টায় বিভৎস ঠাণ্ডার সতর্কতা রাজ্যজুড়ে। শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা না থাকায় হিমশীতল উত্তরে বাতাস বয়ে আসছে উত্তর পশ্চিম ভারত থেকে ও হিমালয় থেকে। তার সঙ্গে আগে বৃষ্টি হয়ে যাওয়ায় পরিমণ্ডলে তাপমাত্রা কমেছে। দিল্লি , আগ্রা , সহ নানা জায়গায় অনেক তাপমাত্রা নেমে গেছে। উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করে ঘটাচ্ছে ভয়াবহ শৈত্যপ্রবাহ। পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে রেকর্ড করা হয়েছে ৭-৯° সেলসিয়াসের
মধ্যে তাপমাত্রা। আগামী ২৪ -৪৮ ঘন্টায় কমে ৪°-৮° সেলসিয়াসের মধ্যে চলে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা নামতে পারে ৭-১০° সেলসিয়াসের মধ্যে।লে ও লাদাখে তাপমাত্রা নেমে গেছে -৩১.৫ ° সেলসিয়াস। সেই সমস্ত জায়গা থেকে নেমে আসা অতি ভয়ঙ্কর প্রবল শীতল বাতাস উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি
পূর্ব ভারতকেও প্রভাবিত করছে । ২৪-৪৮ ঘন্টায় আরও নামতে পারে তাপমাত্রা।
আকাশ বেলার দিকে পরিষ্কার হয়়ায় উত্তরে বাতাসের দাপট ভালো ভাবে বোঝা যাচ্ছে। ৪৮ ঘণ্টা দাপট দেখাবে উত্তরে বাতাস। নামবে আরো তাপমাত্রা। বয়ে যাবে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ
। সকল দক্ষিনবঙ্গবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল এর তরফ থেকে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য চরম সতর্কতা দেওয়া হচ্ছে প্রবলতর ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহের। আজ পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭° সেলসিয়াস। শ্রীনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৪° সেলসিয়াস। বর্ধমান, বাঁকুড়া ,কলাইকুন্ডা , আসানসোলে তাপমাত্রা নেমে গেছে ৮° সেলসিয়াসের ঘরে। কলকাতার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১° সেলসিয়াস। আগামী ২৪ -৪৮ ঘণ্টার মধ্যে আরও তাপমাত্রা নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। চরম শীতের সতর্কতা। আগামী ১-৪ জানুয়ারির মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।
পূর্বাভাস প্রদানকারী : অর্ঘ্য বটব্যাল ।
তারিখ: ২৮.১২.১৯
সময় : বিকাল ৩ টা ।
No comments:
Post a Comment