কাঁপিয়ে ঠাণ্ডা সরিয়ে নববর্ষের উপহার ঝড়বৃষ্টি। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, December 29, 2019

কাঁপিয়ে ঠাণ্ডা সরিয়ে নববর্ষের উপহার ঝড়বৃষ্টি।

পূর্বাভাস মতোই জাঁকিয়ে ঠান্ডা এসেছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে। বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।
কৃষ্ণনগরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭° সে এর ঘরে। কলকাতায় পূর্বাভাস মতো ১০° সে না হলেও প্রবল ঠাণ্ডা ছিল কাল । উষ্ণতা রেকর্ড করা হয়েছে ১১.২° সেলসিয়াস। পানাগড় , শ্রীনিকেতন , বাঁকুড়া, পুরুলিয়া সহ নানা জায়গায় ভালোরকম তাপমাত্রা নেমে গেছে। এবং আছে ভয়ঙ্কর শীত । শীতল উত্তরে বাতাসের জন্য তাপমাত্রা কমেছে এবং জাকিয়ে বসেছে শীত । মধ্য ও পশ্চিম ভারতে যথারীতি প্রাণঘাতী ঠাণ্ডা চলেছে। আগামী ৪৮ ঘণ্টা কলকাতার তাপমাত্রা থাকবে ৯-১২° সেলসিয়াসের মধ্যে। আশেপাশের এলাকায় তাপমাত্রা থাকবে ৯-১১° সেলসিয়াসের মধ্যে। নদীয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া , হুগলি প্রভৃতি অঞ্চলে তাপমাত্রা থাকবে ৮-১১° সেলসিয়াসের মধ্যে। পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৬-৯° সে মধ্যে থাকবে। তবে ৩১/১ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে পারে। ম্লান হবে উত্তরে বাতাসের দাপট। বছরের প্রথম দিন আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে কুয়াশা হতে পারে। ২-৪ তারিখের মধ্যে বৃষ্টি / বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে । তবে  বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে। 
৩০/৩১ তারিখ পর্যন্ত ঠাণ্ডার রেশ বজায় থাকবে। ৩১ তারিখ রাত বা ১ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে পারে। কমতে পারে শীতের দাপট। ৩১/১ তারিখ সকালে কুয়াশা হতে পারে। তবে ২ তারিখ থেকেই ঝড়়বৃৃষটির সম্ভাবনা পাওয়া যাচ্ছে ৪ তারিখের মধ্যে। এবিষয়ে বিস্তারিত পোস্ট আসছে। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৯.১২.১৯ ।

No comments:

Post a Comment