এক সপ্তাহে তিনটি গভীর নিম্নচাপ ও ঝড় । আরো দুটি সিস্টেমের সম্ভাবনা। এর পেছনে দায়ী কে ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, December 09, 2019

এক সপ্তাহে তিনটি গভীর নিম্নচাপ ও ঝড় । আরো দুটি সিস্টেমের সম্ভাবনা। এর পেছনে দায়ী কে ??

সাগরে পরপর হচ্ছে সিস্টেম। একটি কাটতে না কাটতেই আরেকটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে আরবসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে। আগামী ১৭ তারিখের মধ্যে আরও দুটি সিস্টেম হতে পারে। তবে কতটা শক্তিশালী হবে তা এখনি বলা সম্ভব নয়। এই নিয়ে মোট সপ্তাহের মধ্যে ৩ টি সিস্টেম তৈরি হয়েছে। যার একটি অতি গভীর নিম্নচাপ, একটি ঘূর্ণিঝড় ও অপরটি বর্তমানে সাগরে ঘনীভূত। ১০-১৫ তারিখের মধ্যে একটি সিস্টেম তৈরি হবে। এবং ১৫-২০ তারিখের মধ্যে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে নিরক্ষীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন আরবসাগরে। এই সিস্টেম গুলি হওয়ার
পেছনে দায়ী ভারত মহাসাগরীয় দ্বিমেরু বা ইন্ডিয়ান ওশেন ডাইপোল। এর প্রভাবে পশ্চিম ভারত মহাসাগরে জল উষ্ণ থাকে। এবং পরিচলন পক্রিয়া বিরাজমান হয়। জলতলের উষ্ণতা সিস্টেমের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। এবং অন্যান্য বছরের তুলনায় পজেটিভ বছর গুলিতে সিস্টেম বেশি হয়ে থাকে। শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় ঘূর্ণাবর্ত গুলি পূবালী বাতাসের ধাক্কায় পশ্চিমদিকে অগ্রসর হয়। এবং ডাইপোল পজেটিভ থাকায় উপযুক্ত পরিবেশ পেয়ে যাচ্ছে। তার মধ্যে সমুদ্র জলতাপমাত্রা, বাতাসের আদ্রতা, নিম্ন বায়ুচাপীয় ও অধঃগতি অঞ্চল। এর পাশাপাশি MJO বর্তমানে অনুকূলে থাকায় একের পর এক ক্রান্তীয় ঝঞ্ঝা তৈরি হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। নিরপেক্ষ এলনিনো থাকায় হয়ত এমনো হবে প্রশান্ত মহাসাগরীয় ঝঞ্ঝা দুর্বল হয়ে ভারত মহাসাগর বরাবর এগিয়ে এসে আরবসাগরে পড়ে শক্তি বাড়াবে। 
বর্তমানে দ পূ আরবসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে জলতাপমাত্রা বেশি আছে। আর ওই জায়গায় সিস্টেম তৈরি হচ্ছে একের পর এক। এবং আগামী দিনেও হবে। এছাড়া সিস্টেম গুলি মধ্য আরবসাগর অবধি শক্তি বৃদ্ধি করছে। তারপর শক্তি হ্রাস করছে উপকূলের কাছে। বর্তমানে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা ১২-২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপ হতে পারে আরবসাগরে। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৯.১২.১৯ ।

No comments:

Post a Comment