ধেয়ে আসছে ক্রমশ নতুন ঝঞ্ঝা। এর প্রভাব কেমন পড়বে ভারতসহ বঙ্গ ও বাংলাদেশে ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, January 20, 2020

ধেয়ে আসছে ক্রমশ নতুন ঝঞ্ঝা। এর প্রভাব কেমন পড়বে ভারতসহ বঙ্গ ও বাংলাদেশে ??

আফগানিস্তান ও সংলগ্ন পাকিস্তানের উপর অবস্থান করছে একটি পশ্চিমীঝঞ্ঝা। এই ঝঞ্ঝাটি একটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের সমন্বয়। ২৪ ঘন্টায় ঝঞ্ঝাটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে আবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে। এর পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হতে পারে রাজস্থান ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের উপর। ফলে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল, উত্তরাখণ্ড, জন্মু ও কাশ্মীরে ৪৮ ঘণ্টার মধ্যে আবার তুষারপাত ও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেম ক্রমশ পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে । এর ফলে ২২-২৪ তারিখের মধ্যে ঝঞ্ঝা ও সংলগ্ন সিস্টেমের প্রভাবে সিকিম , বিহার, নেপাল ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও তুষারপাত হতে পারে মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে। একটি উচ্চচাপ বলয় তৈরি হবে বঙ্গোপোসাগরে ২২ তারিখ নাগাদ। এই সিস্টেম , ঝঞ্ঝা ও বায়ুর সম্মিলনের প্রভাবে ২২-২৪ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে অথবা ঘনকুয়াশা হতে পারে ২২-২৩ তারিখের মধ্যে । ঝাড়খণ্ড, ছত্তিশগড় সহ পূর্ব মধ্য ভারতের রাজ্যগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ ও কিছু বৃষ্টি হতে পারে অথবা কুয়াশা ও হেজ হতে পারে। ২৪-২৭ তারিখের মধ্যে আবার জাঁকিয়ে ঠান্ডা আসছে রাজ্যজুড়ে। ওই সময় ২৫-২৭ তারিখের মধ্যে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা বা হেজ হলেও হতে পারে। তবে ২২-২৪ তারিখের মধ্যে কুয়াশা/আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। সরস্বতী পূজার দিন কিছু বৃষ্টির সম্ভাবনা বর্তমান পরিস্থিতি বিচার করে পাওয়া যাচ্ছে। তবে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আদৌ আছে কিনা তা ২৭ তারিখ নাগাদ জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের
দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে ২৪-৩৬ ঘণ্টার মধ্যে। সকালের দিকে কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তরাংশে ঘনকুয়াশা হতে পারে ২৪-৩৬ ঘণ্টার মধ্যে। উত্তর পূর্ব ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে উত্তর পূর্ব বাংলাদেশের কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন বা আংশিক মেঘলা থাকতে পারে। তবে ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে। ২৪-২৭ তারিখের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামতে পারে ১০-১৩° সেলসিয়াসের মধ্যে। আগামী ২৪-৩৬ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামতে পারে ১২-১৪° সেলসিয়াসের মধ্যে। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২০.১.২০২০ 
সময়: ১.৪৫ দুপুর।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......