ক্রমশই ধেয়ে আসছে পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাব পড়তে শুরু করেছে পাকিস্তান ও সংলগ্ন ভারতের উত্তর পশ্চিম ভারতের কিছু রাজ্যে। ২৪ ঘণ্টার মধ্যে ঝঞ্ঝাটি আরও উত্তর পশ্চিম ভারতে চলে আসবে। এবং তুষারপাত ও বৃষ্টি হতে পারে জন্মু ও কাশ্মীর, হিমাচল, দেরাদুন, লে , লাদাখ ,গিলগিট সহ নানা জায়গায় ৪৮ ঘন্টায়। বৃষ্টি ও মেঘলা আকাশ / বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে ৪৮ ঘণ্টায়। একটি ট্রাফরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবেই হবে উক্ত অঞ্চলসমূহে বৃষ্টি এরসঙ্গে থাকবে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব। উত্তর পূর্ব ভারতের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুনাচল, উত্তর পূর্ব বাংলাদেশ, নাগাল্যান্ড, মনিপুর প্রভৃতি অঞ্চলে। ৪৮ ঘণ্টার মধ্যে কুয়াশা হতে পারে ওই সমস্ত অঞ্চলে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৪৮ ঘন্টায় কুয়াশা বা ঝাপসা থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। ২৩ তারিখ নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও দক্ষিণ বাংলাদেশের কোনো কোনো স্থানে ঘনকুয়াশা হতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে । কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও হতে পারে। সর্বনিম্ন উষ্ণতা বৃদ্ধি পেতে পারে ২২/২৩ তারিখ নাগাদ উচ্চ্চাপ বলয় ও বিপরীত ধর্মী বাতাসের মিলনের ফলে। ঘনকুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ২২-২৪ তারিখের মধ্যে। হতে পারে সিকিম ও সংলগ্ন এলাকায় তুুষারপাত। ২৪-২৮ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জাকিয়়ে ঠাণ্ডা পড়়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামতে পারে ১০-১৩° সে মধ্যে। ২৯ তারিখ নাগাদ উচ্চচাপের প্রভাবে মেঘলা আকাশ ও বৃষ্টি হতে পারে অথবা ঘনকুয়াশা হতে পারে। এবিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২০.১.২০
সময়: রাত ১০ টা।
No comments:
Post a Comment