সরস্বতী পূজায় ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে। ২৮-৩০ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ ও দফায় দফায় ঝড়বৃষ্টি / বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ২৪ পরগণা সহ নানা জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ২৯/৩০ তারিখের আশেপাশে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের ন্যায় অত বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য ২৯-৩১ তারিখের মধ্যে সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও তুষারপাত হতে পারে বিক্ষিপ্তভাবে।
পশ্চিমী ঝঞ্ঝা , ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে ২৮-৩০ তারিখের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উচ্চচাপ বলয়ের প্রভাবে জলীয় বাষ্পের যোগান বাড়়বে ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পরবর্তী পর্যায়ে উত্তরে বাতাসের সঙ্গে জলীয় বায়ুর সঙ্গে মিলনের ফলে ঝড়়বৃৃৃৃষটি হতে পারে ২৯ ও ৩০ তারিখ নাগাদ। ফলে সমস্ত পুুুুুুজা উদ্যোক্তাদের বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে । এই বৃষ্টির পর আবার উত্তরে বাতাসের গতি বাড়তে পারে। শীত পড়়তে পারে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৬.১.২০ ।
No comments:
Post a Comment