স্কুল কলেজ থেকে ক্লাব ও নানা সংস্কৃতিক গোষ্ঠীর এখন মুল কর্মকাণ্ড সরস্বতীপূজা কেন্দ্রীক। কুমারটুলিগুলিতেও তোড়জোড় চলছে সরস্বতী ঠাকুর তৈরির। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল আশা দিচ্ছে ২৪-২৮ তারিখ সকাল পর্যন্ত কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। কিন্তু এখানেই শেষ নয় জানাচ্ছে এক চরম আশঙ্কার কথা। সরস্বতী পূজার আগের দিন রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে। ২৮ তারিখ রাত থেকেই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ২৯ ও ৩০ তারিখ দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সাধারণত হালকা থেকে মাঝারি ও কখনো কখনো কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। ২৯ ও ৩০ জানুয়ারী বৃষ্টির পরিমান বেশি থাকবে। ৩১ তারিখেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ১ ফেব্রুয়ারি থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ৩১ তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে কলকাতা ও সংলগ্ন এলাকায়। ২৮-৩১ তারিখের মধ্যে বৃষ্টির পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ২৯/৩০ তারিখ নাগাদ আকাশ সর্বাধিক মেঘলা হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সরস্বতীপূজার সময়। সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২৮-৩০ তারিখের মধ্যে। তবে ২৯ ও ৩০ তারিখ নাগাদ মেঘাচ্ছন্ন থাকায় সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে ফলে শীতলতা অনুভব হতে পারে দিনের বেলায়। ওই সময় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও জোরে বাতাস বয়ে যেতে পারে।
ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল জানায় সরস্বতীপূজার সময় বৃষ্টি/ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি/ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই পূজা উদ্যোক্তাদের এই দুর্যোগ মোকাবিলায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে। ২৮ তারিখ রাত থেকে ৩১ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টি ও দুর্যোগ চলতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ৩১ তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। ১ ফেব্রুয়ারি থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
হাওড়া, হুগলি কলকাতা মেদিনীপুর নদীয়া বর্ধমান ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের নানা জায়গায় কমবেশি ঝড়়বৃৃৃৃষটি হতে পারে ২৮-৩১ জানূূয়়ারীর মধ্যে। হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও কখনো কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময়ের মধ্যে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় , ঘূর্ণাবর্ত ও পরবর্তী পর্যায়ে বায়ুর সম্মিলনের প্রভাবে বৃষ্টি হতে পারে ২৮-৩১ জানুুয়়ারীর মধ্যে। সাধারণত বিক্ষিপ্ত থেকে বিস্তৃত ভাবেও বৃষ্টি হতে পারে ওই সময়ে।
আজ ২৩ জানুয়ারী পশ্চিমীঝঞ্ঝা ও সাগরের উচ্চচাপ বলয়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টি হলেও ২৪-২৭ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার জাকিয়ে ঠাণ্ডা আসতে চলেছে। কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১০-১৩° সে আশেপাশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। পশ্চিমাঞ্চলে ৭-১০° সে মধ্যে আবার তাপমাত্রা নামতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল জানায় ২৪-২৭ তারিখ পর্যন্ত আবার নতুন করে জাকিয়ে শীত আসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে। আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা বা হেজ হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে শীতের পরিবেশ তৈরি হতে চলেছে।
২৮ জানুয়ারী রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ২৯ ও ৩০ তারিখ প্রধানত মেঘলা আকাশের সাথে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও বাংলাদেশে। ৩১ জানুয়ারী সকালেও বৃষ্টি হতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। ২৮-৩১ জানুয়ারীর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড , ওড়িশা ও বাংলাদেশেও । সর্বনিম্ন তাপমাত্রা ৩১ তারিখের পর কিছুটা হলেও নামার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৩.১.২০২০
সময়: দুপুর ১২ টা ।
No comments:
Post a Comment