মেঘবৃষ্টির ভ্রুকুটি আবারো আসছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। পরপর শীতের বৃষ্টিতে নাজেহাল আমবাঙালি। খোদ সরস্বতীপূজার সময় চোখ রাঙিয়েছে বজ্রবৃষ্টি । কোথাও কোথাও শিল পড়েছে। এবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। আগামী ৫ দিনের মধ্যে পর্যায়ক্রমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ , ওড়িশা , ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও দক্ষিণ বাংলাদেশে। তবে ৩৬ ঘন্টায় পশ্চিমাঞ্চল, ঝাড়খণ্ড , ওড়িশাতেই বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও দু-এক দফা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে ৬ তারিখ মধ্যরাত থেকে বা ৭ তারিখ সকাল থেকে ৯ তারিখ পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কয়েকদফা ভারীবৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। ওই সময় কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। ৫ দিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। ১০ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে আসবে। আবার একদফা পারদ নামতে পারে ১২-১৩° সেলসিয়াসের মধ্যে। তবে এই কদিন তাপমাত্রা ১৪-১৬° সে আশেপাশে থাকবে। ৭-৯ তারিখের মধ্যে সর্বোনিম্ন তাপমাত্রা ১৫-১৮° সে আশেপাশে থাকবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলায় শীতলতা অনুভব হতে পারে ওই সময়ের মধ্যে।
একটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ আদ্র ও নাতি উষ্ণ বাতাস প্রবেশ করবে ওড়িশা , গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , ঝাড়়খণড ও সংলগ্ন এলাকায়। এর পাশাপাশি একটি পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে থাকবে। একটি ঘূর্ণাবর্ত রাজস্থান ও সংলগ্ন এলাকায় অবস্থান করবে। এই দড়ি টানাটানির প্রতিযোগিতায় নিম্ন ও মধ্য বায়়ু মণ্ডলীয় স্তরে পূবালী আদ্র বাতাস প্রবেশ করবে। মধ্য ও উচ্চ বায়ুমণ্ডলীয় স্তরে শীতল পশ্চিমা বাতাসের সংঘর্ষে বৃষ্টি , বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। ১০ তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে ও উত্তরে বাতাসের গতি কিছুটা বাড়়বে । বর্তমানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। একটি অক্ষরেখা বিস্তৃত মধ্যভারতে । এছাড়া বায়়ু সম্মিলনের প্রভাবে ২৪-৩৬ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়়খণড , ওড়িশা , গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৪.২.২০২০
সময় : রাত ১০ টা ।
No comments:
Post a Comment