আবার কি বঙ্গের উপর চোখ রাঙাচ্ছে ঝড়বৃষ্টি?? - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, February 04, 2020

আবার কি বঙ্গের উপর চোখ রাঙাচ্ছে ঝড়বৃষ্টি??

মেঘবৃষ্টির ভ্রুকুটি আবারো আসছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। পরপর শীতের বৃষ্টিতে নাজেহাল আমবাঙালি। খোদ সরস্বতীপূজার সময় চোখ রাঙিয়েছে বজ্রবৃষ্টি । কোথাও কোথাও শিল পড়েছে। এবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। আগামী ৫ দিনের মধ্যে পর্যায়ক্রমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ , ওড়িশা , ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও দক্ষিণ বাংলাদেশে। তবে ৩৬ ঘন্টায় পশ্চিমাঞ্চল, ঝাড়খণ্ড , ওড়িশাতেই বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও দু-এক দফা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে ৬ তারিখ মধ্যরাত থেকে বা ৭ তারিখ সকাল থেকে ৯ তারিখ পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কয়েকদফা ভারীবৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। ওই সময় কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। ৫ দিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। ১০ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে আসবে।  আবার একদফা পারদ নামতে পারে ১২-১৩° সেলসিয়াসের মধ্যে। তবে এই কদিন তাপমাত্রা ১৪-১৬° সে আশেপাশে থাকবে। ৭-৯ তারিখের মধ্যে সর্বোনিম্ন তাপমাত্রা ১৫-১৮° সে আশেপাশে থাকবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলায় শীতলতা অনুভব হতে পারে ওই সময়ের মধ্যে। 
একটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ আদ্র ও নাতি উষ্ণ বাতাস প্রবেশ করবে ওড়িশা , গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , ঝাড়়খণড ও সংলগ্ন এলাকায়। এর পাশাপাশি একটি পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে থাকবে। একটি ঘূর্ণাবর্ত রাজস্থান ও সংলগ্ন এলাকায় অবস্থান করবে। এই দড়ি টানাটানির প্রতিযোগিতায় নিম্ন ও মধ্য বায়়ু মণ্ডলীয় স্তরে পূবালী আদ্র বাতাস প্রবেশ করবে। মধ্য ও উচ্চ বায়ুমণ্ডলীয় স্তরে শীতল পশ্চিমা বাতাসের সংঘর্ষে বৃষ্টি , বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। ১০ তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে ও উত্তরে বাতাসের গতি কিছুটা বাড়়বে । বর্তমানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। একটি অক্ষরেখা বিস্তৃত মধ্যভারতে । এছাড়া বায়়ু সম্মিলনের প্রভাবে ২৪-৩৬ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়়খণড , ওড়িশা , গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৪.২.২০২০
সময় : রাত ১০ টা ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......