ধেয়ে আসছে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৭-৯
ফেব্রুয়ারির মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি , মেদিনীপুর, ঝাড়গ্রাম
, পুরুলিয়া সহ নানা জায়গায়। তবে সবথেকে বেশি দুর্যোগ হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ ওড়িশা ও ঝাড়খন্ড
সংলগ্ন এলাকায়। এই অঞ্চলে কোথাও কোথাও
শিলাবৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো কখনো বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী কয়েকদফা
ঝড়বৃষ্টি হতে পারে। সাধারণত বঙ্গোপসাগর থেকে আদ্র বাতাস ও পশ্চিমা বাতাসের সংঘর্ষের ফলে ঝড়বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে জলীয় বাতাসের যোগান বাড়বে। ফলে আজ মধ্যরাত থেকে ৯ তারিখের মধ্যে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কখনো কখনো ৪৫-৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ১০ তারিখ থেকে আবার ঠাণ্ডা পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামী ৭২ ঘণ্টায় সর্বোনিম্ন তাপমাত্রা ১৬-১৮° সে আশেপাশে থাকবে। তবে দিনের বেলায় মেঘাচ্ছন্নতা থাকায় দিনের বেলায় শীতল পরিবেশ থাকবে। মেদিনীপুর, বেলদা , সবং , দীঘা , কাঁথি , কলাইকুণ্ডা , ঝাড়গ্রাম, খড়গপুর সহ ওড়িশা ও ঝাড়খন্ড সীমান্ত অঞ্চলে বেশি দুর্যোগ হবে। উত্তরে বাতাসের বদলে বয়ে যাবে আদ্র দখিনা বাতাস। এই বৃষ্টির পর আবার একচোট ঠাণ্ডা আসছে বঙ্গে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৬.২.২০
সময়: ১১ টা (বেলা)
No comments:
Post a Comment