ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কী হতে চলেছে বঙ্গে ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, February 18, 2020

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কী হতে চলেছে বঙ্গে ??

ধীরে ধীরে বাড়ছে দিনের উষ্ণতা। একটু একটু করে বাড়ছে গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গে। অনেকাংশে কমে আসছে শীতের প্রকোপ। চলেছে ভরা বসন্ত । কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্তমানে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। একটি উচ্চ্চাপ বলয়ের প্রভাবে  আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে সকালের দিকে কুয়াশা বা কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাড়তে পারে তাপমাত্রা ও আদ্রতা । দুপুরের দিকে আদ্রতা এই সময় বেশি অনুভূত হয়। তবে আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোনিম্ন উষ্ণতা থাকবে কলকাতায় ১৮-২০ ° সে আশেপাশে। বাকি সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে ১৭-১৯° সে আশেপাশে। এই পরিস্থিতির পর ২২-২৪ তারিখের মধ্যে আকাশ পরিষ্কার থাকবে এবং সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৭-১৯° সে আশেপাশে। ২২-২৪ তারিখের মধ্যে কুয়াশার সম্ভাবনা কমতে পারে। পরিষ্কার ও রৌদ্রজ্জ্বল পরিবেশ থাকবে। ২৫ তারিখ থেকে ২৭ তারিখের মধ্যে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। এই সময় আকাশ আবার আংশিক মেঘলা হতে পারে। দিনের কোনো কোনো সময় প্রধানত মেঘলা হতে পারে কিছু জায়গায়। এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হয়ত পেয়ে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ মরশুমের প্রথম কালবৈশাখী। তবে এই ঝড়বৃষ্টি বিক্ষিপ্ত
হবে তাই সবজায়গায় সমপরিমাণ ও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের কিছু জায়গায় এই সময় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হতে পারে। তবে দিনের সবসময় বৃষ্টির সম্ভাবনা নেই। এই বজ্রমেঘ সঞ্চার স্থলে ঝোড়ো হাওয়া / ঝড় কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হতে পারে। এই সময় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিল পড়তেও পারে বিক্ষিপ্তভাবে। তবে সবজায়গায় শিলাবৃষ্টি হবে না। 
মধ্য বঙ্গোপোসাগরে একটি উচ্চচাপ বলয় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গ , ওড়়িশা ও সংলগ্ন এলাকার পরিমণ্ডলে ঢোকাবে। পাশাপাশি বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে। এর পাশাপাশি ঝাড়়খণড ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর পূবালী , পশ্চিমা ও সামুদ্রিক বাতাসের সংঘর্ষে সম্মিলন অঞ্চল তৈরি হবে। এই অঞ্চলের প্রভাবে আংশিক থেকে কোনো কোনো সময় প্রধানত মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত ঝড় সহ বজ্রবৃষ্টি হতে পারে এমাসের শেষ সপ্তাহে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়়খণড , ওড়়িশা , বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে। 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১৮.২.২০
সময় : ১১.৪৫ মিনিট ( বেলা )।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......