শিবরাত্রির সময় আবহাওয়ার নতুন চমক বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। ওই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ থাকবে আংশিক থেকে কোনো কোনো সময় প্রধানত মেঘলা। এই বৃষ্টি যেহেতু বিক্ষিপ্ত তাই সবজায়গায় সমান ভাবে এই বজ্র সহ ঝড়বৃষ্টি হবে না। আবার যে অঞ্চলে হবে সেই অঞ্চলে একটানাও হবে না। ২০-২৩ তারিখের মধ্যে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময় কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটো তাপমাত্রাই বাড়তে পারে। সর্বোনিম্ন উষ্ণতা থাকতে পারে কলকাতায় ১৭-২০° সে আশেপাশে ওই সময়। সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩১° সে আশেপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কিছু জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। আগামী ৫ দিনের মধ্যে বসন্তকালীন মনোরম পরিবেশ বজায় থাকবে। সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৪-১৬° সে আশেপাশে। ১৯ তারিখ থেকে আরো বাড়তে পারে তাপমাত্রা। ১৪ তারিখের পর আর শীত পড়ার সম্ভাবনা কম।
২০-২২ তারিখের মধ্যে ঝাড়়খণড ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর পাশাপাশি একটি অক্ষরেখা বিস্তৃত হবে উত্তর পশ্চিম বাংলাদেশ থেকে মধ্য ভারত পর্যন্ত। অপর একটি ঘূর্ণাবর্ত থাকবে উত্তর পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকার উপর। এই সিস্টেমের প্রভাবে বঙ্গোপোসাগর থেকে প্রচুর পরিমাণে মধ্য ও নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে দক্ষিণ পূর্ব উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবেশ করবে। এবং মধ্য ও উচ্চ বায়়ুস্তরে বয়়ে যাবে শীতল ও শুষ্ক পশ্চিমা বাতাস। এই দুয়ের ঘর্ষণ ও অনুুভূূমিক সঞ্চালনে মেঘ তৈরি হবে যা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়়বৃৃষটি হতে পারে ওড়িশা, দক্ষিণবঙ্গে ও সংলগ্ন উত্তরবঙ্গ , ঝাড়়খণডে ২০-২৩ তারিখের মধ্যে। ১৯ তারিখ রাত থেকে মেঘাচ্ছন্নতা বাড়়তে পারে ওই সমস্ত অঞ্চলে। ফলে শিবরাত্রির সময় বিক্ষিপ্তভাবে ঝড়়বৃৃষটির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১২.২.২০
সময়: ১০.১৫ মিনিট।
No comments:
Post a Comment