মার্চের প্রথম সপ্তাহে আবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। ২৪-৩৬ ঘণ্টা চলবে বৃষ্টি পশ্চিমবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, February 25, 2020

মার্চের প্রথম সপ্তাহে আবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। ২৪-৩৬ ঘণ্টা চলবে বৃষ্টি পশ্চিমবঙ্গে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর আকাশের অবস্থা আজ এমন দেখে মনে হচ্ছে যেন বসন্তে ভরা বর্ষা এসে গেছে। সঙ্গে চলছে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি। কোথাও কোথাও মেঘের গর্জন শোনা যাচ্ছে কিছুটা। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মালদা, কোচবিহার, জলপাইগুড়ি প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হচ্ছে। এই সমস্ত অঞ্চলে বজ্রপাত কখনো কখনো শোনা যাচ্ছে। আকাশ প্রধানত মেঘলা। এদিকে মেঘলা আকাশ থাকায়  দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ সর্বোচ্চ তাপমাত্রা কম আছে তাই শীত শীত মনে হচ্ছে। ২৪-৩৬ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, দিনাজপুর , সহ উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় বিক্ষিপ্ত থেকে কিছু বিস্তৃত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কখনো কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। কলকাতা হাওড়া হুগলি প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি/ হালকা বজ্রঝঞ্ঝা হতে পারে। দুএকটি জায়গায় বিচ্ছিন্নভাবে একটু সাময়িক সময়ের জন্য ভারী বৃষ্টি হলেও হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ৪৮-৭২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশা বা কোথাও কোথাও ঘনকুয়াশা হতে পারে। ২৭ তারিখ  থেকে আবহাওয়া সম্পূর্ণ ভাবে পরিষ্কার হবে  গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তরবঙ্গে। সাধারণত বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা এবং সামুদ্রিক বাতাসের উচ্চচাপ বলয়ের প্রভাবে অবাধ প্রবেশের ফলে এই বৃষ্টি হচ্ছে। ঝড়বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু জায়গায়। 
আগামী ৪/৫ তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমীঝঞ্ঝা আসতে পারে। এর প্রভাবে রাজস্থান ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি অক্ষরেখার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে এই সময় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে ৪-৬ তারিখের মধ্যে। অন্যদিকে বঙ্গোপোসাগরে একটি উচ্চচাপ বলয় সাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগের দিকে ঠেলে দেবে। ৫/৬ তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত্তটি আরো এগিয়ে আসবে। এই সমস্ত সিস্টেমের প্রভাবে ৪-৭ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঝড়়বৃৃৃৃষটির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণড, ওড়়িশা ও সংলগ্ন এলাকায়। এবিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেওয়া হবে। 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৫.২.২০
সময়: সকাল ১১টা।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......