মার্চের প্রথম ৮ দিনের মধ্যে কী হবে জেনে নিন । - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 27, 2020

মার্চের প্রথম ৮ দিনের মধ্যে কী হবে জেনে নিন ।

কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরে। কাল মেদিনীপুর , উত্তর ২৪ পরগণা , হুগলি সহ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে। আজো গুটি কয়েক জায়গায় জলীয় বাষ্প ও বাতাসের উষ্ণতার প্রভাবে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। হলেও সামগ্রিক ভাবে আবহাওয়া পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এক পরিস্থিতি থাকবে। তবে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মার্চের ৩ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থেকে কোনো কোনো সময় আংশিক মেঘলা থাকবে। তবে মার্চের ৪-৮ তারিখের মধ্যে আবার বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। বাংলাদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কোথাও কোথাও বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় হতে পারে। হয়ত তেমন নিরাশ নাও হতে পারে কলকাতা। বিক্ষিপ্ত কোনো কোনো দিন কোনো কোনো সময় বৃষ্টি বা ঝড়বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে দিনের কোনো কোনো সময় ও কোনো স্থানে প্রধানত মেঘলা হতে পারে। সাধারণত উষ্ণতা ও আদ্র বাতাসের পাশাপাশি ঝড়বৃষ্টির জন্য প্রয়োজনীয় হয় অনুঘটক। কখনো উচ্চ্চাপ বলয় ও ঘূর্ণাবর্ত এই ঝড়বৃষ্টির অনুঘটক হিসেবে কাজ করে। 
এবারে পশ্চিমী ঝঞ্ঝা দ্বারা সৃষ্ট ঘূর্ণাবর্ত ও ঝাড়়খণড ও সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্ত এবং সংযোগকারী অক্ষরেখার প্রভাবে ৪-৮ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , উত্তরবঙ্গের কিছু জায়গায় , ঝাড়়খণড ,ওড়়িশা ও বাংলাদেশের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে প্রধানত আংশিক থেকে কোনো কোনো স্থানে প্রধানত মেঘলা। বাতাসের আর্দ্রতা বেশি থাকবে। আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকায় ওই সময়ের মধ্যে দিনের উষ্ণতা কিছুুটা কম থাকবে কোনো কোনো স্থানে। 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৭.২.২০
সময়: ১.৪০ দুপুর। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......