দুর্যোগ কী পিছু ছাড়বে না ? ভারতের দিকে আবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সতর্কতা জারি - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, May 31, 2020

দুর্যোগ কী পিছু ছাড়বে না ? ভারতের দিকে আবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সতর্কতা জারি

একটার পর একটা ঝড় যেন ভারতকে তছনছ করতে উঠে পড়ে লেগেছে। আম্ফানের স্মৃতিকে
উস্কে দিয়ে উত্তর ভারত মহাসাগরে আবার তৈরি হয়েছে নিম্নচাপ । বর্তমানে দক্ষিণ পূর্ব আরবসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থিত একটি
নিম্নচাপ। যার বর্তমান বায়ুর চাপ ১০০৭ মিলিবার। এবং বাতাসের গতি ৪০-৫০ কিমি /ঘ
। নিম্নচাপটি বর্তমানে কেরালা ও সংলগ্ন কর্ণাটকের পশ্চিম দিকে দ পূর্ব আরবসাগরে ঘনীভূত হচ্ছে। দক্ষিণ পূর্ব আরবসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্র জলতাপমাত্রা ৩০°সে বা তার বেশি রয়েছে। এম জে ও বর্তমানে অনুকূল 
রয়েছে এবং ঘনীভবন পক্রিয়ার মাত্রা বেশি ও উইণ্ড শেয়ার অনুকূল থাকায় ২৪-৩৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং উত্তর এবং খুব সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য আরবসাগর
ও সন্নিহিত অঞ্চলে আসলে মহারাষ্ট্র উপকূলের পশ্চিমে যখন থাকবে তখন উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মহারাষ্ট্রের গোয়া থেকে গুজরাটের মানগ্রোল বা ভেরাবলের মধ্যভাগের যে কোনো অঞ্চল দিয়ে ভারতের পশ্চিম উপকূলের স্থলভাগ অতিক্রম করতে পারে ৩-৬ তারিখের মধ্যে। কিছু অনুকূল পরিবেশ থাকায় ঘূর্ণিঝড়টি
প্রবল থেকে প্রবলতর ঘূর্ণিঝড় হিসাবে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা সবথেকে বেশি। 
সাধারণত এই ঘূর্ণিঝড় বা সম্ভাব্য সিস্টেমের আঘাতের ও প্রভাবাধীন হটস্পট এখন মূূলত তিনটি ভেরাবল,মুম্বাই ও সংলগ্ন এলাকা এবং গোয়া। এই সিস্টেমের প্রভাবে আগামী ৭২-৯৬ ঘণ্টার মধ্যে আরবসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বিশেষ করে দক্ষিণ পূর্ব , পূর্ব মধ্য ও মধ্য আরবসাগরে। ভারী থেকে অতিভারী ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হল কর্ণাটক , মহারাষ্ট্র ও গুজরাট উপকূলীয় এলাকায় আগামী ৯৬-১২০ ঘণ্টার মধ্যে। মৎসজীবীরা যেন আরবসাগরের উল্লিখিত এলাকায় মাছ ধরতে না যায়। প্রদত্ত সিস্টেম স্থলভাগ অতিক্রম করে উত্তর পূর্ব দিকে এগিয়ে এলে বৃষ্টির পরিমান ও দুর্যোগ বাড়তে পারে পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। তবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সিস্টেমের  প্রত্যক্ষ প্রভাব আপাতত কোনো পড়ার সম্ভাবনা নেই । তবে আরবসাগরের সিস্টেম শক্তিশালী হয়ে উঠলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমান কিছুটা কমতে পারে । আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায় প্রাক মৌসুমী সময়ে। আদ্র অসস্তিকর উষ্ণ ভ্যাপসা গরম অনুভব হবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । এই নিম্নচাপের প্রভাবে ভারতের পশ্চিম উপকূলে মৌসুমী বায়ুর সক্রিয়তা ও অগ্রগতি দেখা যেতে পারে আগামী ৭২-৯৬ ঘণ্টার আশেপাশে। 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
অ্যাডমিন , ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......