উত্তর ভারতমহাসাগরে তৈরি হচ্ছে একাধিক ক্রান্তীয় শক্তিশালী নিম্নচাপ। বর্তমানে পশ্চিম মধ্য আরবসাগরীয় অঞ্চলে ও সংলগ্ন ওমানের উপর অবস্থিত একটি গভীর নিম্নচাপ। বর্তমানে কেন্দ্রীয় এলাকার চারপাশের বাতাসের গতি ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ বাতাসের ঝাপটা ৫৫-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। কেন্দ্রীয় অঞ্চলের বাতাসের চাপ ৯৯৬ মি বি। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম সামান্য পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে প্রথমে তারপর পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ওই অঞ্চলের আদ্রতা ও উষ্ণতা বেশি থাকায় এবং উইণ্ড শেয়ার কম থাকায় সিস্টেম স্থলভাগ সংলগ্ন এলাকায় থাকলেও দুর্বল হচ্ছে না তেমন।
অন্যদিকে দ পূর্ব আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা যথেষ্ট শক্তিশালী। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এবং পরবর্তীতে আরো শক্তিবৃদ্ধি করে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে ৩১-১ তারিখের আশেপাশে। এবং পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ২-৪ তারিখের আশেপাশে। জুন মাসের প্রথম সপ্তাহে তাই আরবসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে শক্তিশালী হয়ে উঠতে পারে এই ঘূর্ণিঝড়। তবে আরবসাগরের সিস্টেম থেকে গুজরাট,মহারাষ্ট্র , কর্ণাটক রাজ্যে প্রভাব বিস্তারের সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোনো সরাসরি প্রভাব বিস্তারের সম্ভাবনা নেই। দপূ আরবসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৭২-৯৬ ঘণ্টার মধ্যে ও লাক্ষাদ্বীপের , কেরালায় ও কর্ণাটকের বেশ কিছু জায়গায় ভারী- অতিভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কারণ ঘূর্ণাবর্ত ৭২-৯৬ ঘণ্টার মধ্যে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে। অন্যদিকে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে। আজ ও আগামীকাল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়়বৃৃৃৃষটির সম্ভাবনা প্রবল রয়েছে। যদিও তা বিক্ষিপ্ত ভাবে হবে অর্থাৎ সবজায়গায় সমান ভাবে হবে না। কোথাও কোথাও ৪০-৮০ কি মি প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রবিদ্যুৎ থাকবে। ৪৮-৭২ ঘণ্টার মধ্যে এই ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়়খণড, ওড়িশা , বাংলাদেশের বেশ কিছু জায়গায় আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। বৃষ্টিহীন সময়ে উষ্ণ আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
( অ্যাডমিন, ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল).
Date: 30.5.20
Time: 12.15 pm.
No comments:
Post a Comment