উত্তর ভারতমহাসাগরে পরপর গভীর নিম্নচাপ। বঙ্গে ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা বাড়ছে ক্রমশ। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, May 30, 2020

উত্তর ভারতমহাসাগরে পরপর গভীর নিম্নচাপ। বঙ্গে ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা বাড়ছে ক্রমশ।

উত্তর ভারতমহাসাগরে তৈরি হচ্ছে একাধিক ক্রান্তীয় শক্তিশালী নিম্নচাপ। বর্তমানে পশ্চিম মধ্য আরবসাগরীয় অঞ্চলে ও সংলগ্ন ওমানের উপর অবস্থিত একটি গভীর নিম্নচাপ। বর্তমানে কেন্দ্রীয় এলাকার চারপাশের বাতাসের গতি ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ বাতাসের ঝাপটা ৫৫-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। কেন্দ্রীয় অঞ্চলের বাতাসের চাপ ৯৯৬ মি বি। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম সামান্য পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে প্রথমে তারপর পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ওই অঞ্চলের আদ্রতা ও উষ্ণতা বেশি থাকায় এবং উইণ্ড শেয়ার কম থাকায় সিস্টেম স্থলভাগ সংলগ্ন এলাকায় থাকলেও দুর্বল হচ্ছে না তেমন। 
অন্যদিকে দ পূর্ব আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা যথেষ্ট শক্তিশালী। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এবং পরবর্তীতে আরো শক্তিবৃদ্ধি করে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে ৩১-১ তারিখের আশেপাশে। এবং পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ২-৪ তারিখের আশেপাশে। জুন মাসের প্রথম সপ্তাহে তাই আরবসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে শক্তিশালী হয়ে উঠতে পারে এই ঘূর্ণিঝড়। তবে আরবসাগরের সিস্টেম থেকে গুজরাট,মহারাষ্ট্র , কর্ণাটক রাজ্যে প্রভাব বিস্তারের সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোনো সরাসরি প্রভাব বিস্তারের সম্ভাবনা নেই। দপূ আরবসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৭২-৯৬ ঘণ্টার মধ্যে ও লাক্ষাদ্বীপের , কেরালায় ও কর্ণাটকের বেশ কিছু জায়গায় ভারী- অতিভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কারণ ঘূর্ণাবর্ত ৭২-৯৬ ঘণ্টার মধ্যে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে। অন্যদিকে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে। আজ ও আগামীকাল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়়বৃৃৃৃষটির সম্ভাবনা প্রবল রয়েছে। যদিও তা বিক্ষিপ্ত ভাবে হবে অর্থাৎ সবজায়গায় সমান ভাবে হবে না। কোথাও কোথাও ৪০-৮০ কি মি প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রবিদ্যুৎ থাকবে। ৪৮-৭২ ঘণ্টার মধ্যে এই ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়়খণড,  ওড়িশা , বাংলাদেশের বেশ কিছু জায়গায় আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। বৃষ্টিহীন সময়ে উষ্ণ আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
( অ্যাডমিন, ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল). 
Date: 30.5.20
Time: 12.15 pm.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......