সাগরে নিম্নচাপের ভ্রুকুটি।ফের নতুন দুর্যোগ। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, June 06, 2020

সাগরে নিম্নচাপের ভ্রুকুটি।ফের নতুন দুর্যোগ।

একের পর এক ঘূর্ণিঝড়ে এবছর বিপর্যস্ত বঙ্গ সহ ভারতবাসী। ঘূর্ণিঝড় আম্ফান , ঘূর্ণিঝড় নিসর্গ বিপর্যয় ডেকে এনেছে ভারতের নানা জায়গায়। ঘূর্ণিঝড় নিসর্গের একসপ্তাহের আশেপাশে নতুন করে আবার নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হচ্ছে বঙ্গোপোসাগরে। আশা করা যাচ্ছে আগামী ৭/৮ জুনের আশেপাশে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে। সাধারণত পূর্ব মধ্য বঙ্গোপোসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে অনেকটা পথ অতিক্রম করতে হয় বলে শক্তিবৃদ্ধির সম্ভাবনা থেকে থাকে। সাধারণত বর্তমানে সমুদ্র জলতাপমাত্রা অনেক বেশি রয়েছে, বঙ্গোপোসাগর জুড়েই পরিচলন পক্রিয়া ক্রমশ বৃদ্ধি পেয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় উইণ্ড শেয়ার অনুকূল রয়েছে এছাড়া এম জে ও নির্ধারিত সময়ের মধ্যে বঙ্গোপোসাগর ও সংলগ্ন এলাকায় যথেষ্ট সক্রিয় থাকবে। তাই নিম্নচাপটি শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে । আশা করা যাচ্ছে নিম্নচাপটি ৭/৮ তারিখে তৈরির ২৪-৩৬ ঘণ্টার মধ্যে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। তবে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল মনে করছে প্রদত্ত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত তো হবেই তার সঙ্গে এটাও মনে করা হচ্ছে গভীর নিম্নচাপের পরবর্তী সময়ে শক্তিবৃদ্ধির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে নতুন দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। তবে এর সুষ্পষ্ট গতিপথ নিয়ে দ্বৈরথ রয়েছে একটু। তবে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় প্রভাব বিস্তারের সম্ভাবনা
বেশি। এই নিম্নচাপের গতিপথের সুষ্পষ্ট ট্রাক আর কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। তবে  ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের একটি অংশের প্রদত্ত মত অনুসারে নিম্নচাপ হলদিয়া পোর্ট থেকে ওড়িশার চাদবালির মধ্যে যেকোনো জায়গা অতিক্রম করতে পারে। তবে এটা কেবলমাত্র প্রাথমিক ধারণা এর সুষ্পষ্ট গতিপথ এখনো পর্যবেক্ষণ সাপেক্ষ। 
তবে আসন্ন নিম্নচাপের প্রভাবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন করে ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়়িশায়। তবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন এলাকা দিয়ে নিম্নচাপ প্রবেশ করলে ৯-১৩ তারিখের মধ্যে ঝড়়বৃৃৃৃষ্টি হতে পারে। হয়়ত মৌসুমী বায়ু়ুকে এই সিস্টেম ১০-১৩ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়়িশায় প্রবেশ করিয়ে দিতে পারে। তবে আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রাক মৌসুমী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। উভয়বঙ্গেই বজ্রপাতের সতর্কতা দেওয়া হল।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৬.৬.২০
সময়: ১.০০ ( দুপুর )।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......