সীমান্ত অঞ্চলে ঘূর্ণাবর্ত, রয়েছে সম্মিলন স্থান। বৃষ্টি/দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, June 29, 2020

সীমান্ত অঞ্চলে ঘূর্ণাবর্ত, রয়েছে সম্মিলন স্থান। বৃষ্টি/দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি।

দক্ষিণবঙ্গের ২৪ পরগণা ও বাংলাদেশের খুলনা বিভাগের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই সকাল থেকে কলকাতা ও সংলগ্ন ২৪ পরগণার বেশ কিছু জায়গায় চলছে বৃষ্টি। আকাশের মুখ ভার। দক্ষিণ দিক থেকে মেঘ এসে মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও একটু জোরে হাওয়া বইছে। শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের কোথাও কোথাও বজ্র মেঘের ডাক। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলগুলোতে রয়েছে আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ। আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশে জেরবার হচ্ছে আম আদমি। শুধু তাই নয় খোদ দক্ষিণবঙ্গকে ছেদ করেছে একটি সম্মিলন অঞ্চল। সম্মিলন অঞ্চল হলো দুটি আলাদা বায়ুর মিলন স্থল। যার দক্ষিণ দিক থেকে বয়ে আসছে দখিনা আদ্র সামুদ্রিক মৌসুমী বাতাস এবং উত্তর পশ্চিম দিক থেকে উচ্চ বায়ুমণ্ডলীয় পশ্চিমা বাতাস। এটি প্রকৃত পক্ষে এক ধরনের অক্ষরেখা। এই সম্মিলন অঞ্চলের মধ্যে থাকার জন্যই আদ্র ও অসস্তিকর পরিবেশ একটা থেকেই যাচ্ছে কাটছে না। যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে সম্মিলন অঞ্চল থাকে সেখানে বৃষ্টি মেঘ ও বজ্রমেঘকোষ তৈরি হয়। দুটি ভিন্ন বায়ুর
মিলনের ফলে। তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ২৪-৪৮ ঘন্টায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ Instant very heavy rain. হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর ২৪ পরগণা নদীয়া পুরুলিয়া বাঁকুড়া সহ নানা জায়গায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি কোথাও কোথাও। আজ দুপুর থেকে রাতের মধ্যে আরও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী অথবা অতিভারী বৃষ্টি হতে পারে। আদ্র ও অসস্তিকর পরিবেশ বজায় থাকবে। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা কোনো কোনো সময় খুব মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়।
বর্তমান পরিস্থিতি বিচার করে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে। একটি অক্ষরেখা/ সম্মিলন অঞ্চল বিস্তৃত হয়েছে কর্ণাটক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর প্রভাবেই আজ দুপুর থেকে রাতের মধ্যে কয়েকদফা হালকা থেকে মাঝারি বৃষ্টি , কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে স্বল্পস্থায়ী প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। শুধু আজ নয় ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাবনা রয়েছে। বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টি চলছে। খুলনা বরিশাল যশোর মংলা সাতক্ষীরা ঢাকা চট্টগ্রাম সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী / বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪-৪৮ ঘন্টায়। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত ও কোথাও কোথাও খুব মেঘাচ্ছন্ন। আদ্র ও অসস্তিকর পরিবেশ বজায় থাকতে পারে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
গ্রাফিক্স অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৯.৬.২০
সময়: দুপুর ১২.২২ মিনিট। 

1 comment:

Weather Prediction Model

Comming Soon......