পশ্চিমবঙ্গের দিকে আসছে নিসর্গ নিম্নচাপ হিসাবে ৭২ ঘন্টায় রাজ্যজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড় হতে পারে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, June 04, 2020

পশ্চিমবঙ্গের দিকে আসছে নিসর্গ নিম্নচাপ হিসাবে ৭২ ঘন্টায় রাজ্যজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড় হতে পারে।

ঘূর্ণিঝড় নিসর্গ বর্তমানে সুষ্পষ্ট নিম্নচাপ হিসেবে মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। বর্তমানে বাতাসের গতি ৩৫-৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি খুব দ্রুত পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও পূর্ব মধ্যভারতের দিকে এগিয়ে আসছে। যার ফলে আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে আরও ঝড়়বৃৃৃৃষ্টির ও দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। এছাড়া একটি অক্ষরেখা সুষ্পষ্ট নিম্নচাপের কেন্দ্র থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে। সাথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এরপ্রভাবে ঝাড়খণ্ড বিহার পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়়বৃৃৃৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যে ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত থেকে কোথাও কোথাও বিস্তৃত ভাবে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন আগামী ৪৮-৭২ ঘন্টায়। এই নিম্নচাপ পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে এরপ্রভাবে ঝড়বৃষ্টি হবে ৭২-৯৬ ঘণ্টার মধ্যে। 
পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত থেকে বিস্তৃত ভাবে মাঝারি থেকে ভারী ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতিভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বীরভূম সহ মধ্যবঙ্গের জেলাগুলোতে ভারী ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বিক্ষিপ্ত ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ মাঝারি থেকে ভারী ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘণ্টায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত অতিভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন বেশ কিছুটা। সাথে প্রবল বজ্রপাত ও কোথাও কোথাও ৪০-৬০ কিমি প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা কোথাও কোথাও।
অন্যদিকে আগামী ৭/৮ জুন বঙ্গোপোসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৪.৬.২০
সময়: রাত ৮টা।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......