অবশেষে ২৭ তারিখ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গা কমবেশি ভিজল বৃষ্টিতে। রাতের দিকেও কলকাতা ও সংলগ্ন এলাকায় ভালোরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলো। এককথায় যেন বর্ষার বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঘরানার ঝড়বৃষ্টির মেলবন্ধন দেখা গিয়েছে আজ কলকাতা ও সংলগ্ন এলাকায়। বর্ষা যেন সক্রিয় হবারই একটা ইঙ্গিত দিয়েছে আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এছাড়া মধ্য ও দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু জায়গায়। বিগত দিন গুলিতে তেমন একটা বৃষ্টি না পেলেও বর্তমান সময় থেকে ৪৮-৭২ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ , বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে
হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রঝঞ্ঝার মতো পরিস্থিতি। হতে পারে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশ কিছু জায়গায়। এমনকি Instant very heavy rain কিছু কিছু জায়গায় দেখা গেলেও যেতে পারে। কলকাতা, হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ২৪ পরগণা সহ নানা জায়গায় কমবেশি বৃষ্টি , বজ্রঝঞ্ঝা বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি বা প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। আদ্র ও অসস্তিকর পরিবেশ বজায় থাকবে বৃষ্টি বিরতি সময়ে। তবে মেঘাচ্ছন্নতা বাড়তে থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে। কেনো বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমান ??
, একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। অপর একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব ভারতের উপর দিয়ে। এর জন্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জায়গায় ৪৮ ঘন্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখার প্রভাবে ২৪-৪৮ ঘন্টায় জলপাইগুুড়়ি কালিম্পং দিনাজপুর কোচবিহার দার্জিলিং মালদা সহ বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত ও উত্তর বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রঙপুুর প্রভৃতি অঞ্চলের কোথাও কোথাও ভারী ও কোনো কোনো স্থানে অতিভারী বৃষ্টিও হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারীবৃষ্টির সম্ভাবনাও রয়েছে হতে পারে বজ্রঝঞ্ঝাও কোথাও কোথাও। তাই বলাযায় ৪৮ ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৭.৬.২০
সময়: ১০.৪৮ মিনিট ( রাত )।
গ্রাফিক্স ও লেখা : অর্ঘ্য বটব্যাল।
No comments:
Post a Comment