দক্ষিণকে ছেড়ে গত ৪৮-৭২ ঘন্টায় উত্তরবঙ্গ ও
উত্তর পূর্ব ভারতের উপর সদয় হয়েছিল বর্ষা। বর্তমানেও সদয় রয়েছে ওই সমস্ত অঞ্চলে। মৌসুমী বায়ুকে সক্রিয় করার জন্য যে মৌসুমী অক্ষরেখা থাকে সেটি উত্তরবঙ্গে থাকায় ও পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য ওই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে। সেই জায়গায় দক্ষিণবঙ্গে হচ্ছে কেবল বিক্ষিপ্ত বৃষ্টি। তবে এই বৃষ্টির প্রকৃতি হচ্ছে অনেকটা কালবৈশাখী ধরণের বৃষ্টির সঙ্গে থাকছে বজ্রপাত ও ঝড়ের মতো কোথাও কোথাও পরিস্থিতি তৈরি হচ্ছে। ২৫ তারিখ ও ২৬ তারিখ দুদিনেই এমন ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দেখা গেছে। সাধারণত অক্ষরেখা উপর দিকে থাকায় সাগর থেকে জলীয় বাষ্প উঠে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে এবং উর্ধে পশ্চিমা বাতাস থাকায় কালবৈশাখীর মত পূর্ব দিকে বা পূ দ পূ দিকে অগ্রসর হচ্ছে। তবে আজ ট্রাফ নীচের দিকে কিছুটা নেমে আসার ফলে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্তভাবে কমবেশি সবজায়গায় হয়েছে। এই বৃষ্টি ছিল হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী। বৃষ্টির পর কিছু শুষ্ক ও ঠাণ্ডা হয়ে যাবার ফলে পরিমণ্ডল আরামদায়ক পরিবেশ তৈরি হচ্ছে কোথাও কোথাও সাময়িক ভাবে। বজ্রমেঘ জলীয় বাষ্প শোষণ করায় এবং ভারীবৃষ্টি কোথাও কোথাও হওয়ায় ও ঝোড়ো বাতাসের মতো একটি প্রবাহ থাকায় সব মিলিয়ে চারপাশের অঞ্চলের টেম্পারেচার ড্রপ করে আরামদায়ক পরিবেশ তৈরি করছে রাতের দিকে। দিনের বেলায় রোদ উঠতে উধাউ হয়ে যাচ্ছে এই আমেজ বাড়ছে আদ্র অসস্তিকর গরম। আশার কথা ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতে চলেছে আরো। সাধারণত হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। আকাশে মেঘাচ্ছন্নতা বাড়তে পারে। সাধারণত আংশিক থেকে প্রধানত মেঘলা ও কোনো কোনো সময় খুব মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। অক্ষরেখাটির স্থানান্তর হবার ফলে বৃষ্টির পরিমান বৃদ্ধি পাবে, সাথে জলীয় বাষ্প ও ঘূর্ণাবর্ত তৈরি হবার ফলে মোটামুটি ভালোই একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমবেশি। অন্যদিকে এই বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩৫-৪৫ বা ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বা বজ্রঝঞ্ঝা কোথাও কোথাও হলেও হতে পারে। কোনো কোনো স্থানে জোরে বাতাস বয়ে যেতেও পারে। এর পাশাপাশি মেঘাচছন্নতা বৃদ্ধি পাওয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে ২৪-৪৮ ঘন্টায়।
বর্তমানে রাজস্থান থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ ও মধ্য বঙগ, মধ্য বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই অক্ষরেখা গতকাল বিহার উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। ফলে আমারা অক্ষরেখা বর্তমানে বেশ কিছুটা নীচে নেমে এসেছে একথা বলতে পারি। অন্যদিকে মধ্যভারতের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থিত। এর প্রভাবে ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। অক্ষরেখার প্রভাবে বৃষ্টির পাশাপাশি আদ্রতাজনিত অসস্তিভাব ( আদ্র ও অসস্তিকর গুমোট গরম) থাকতে পারে কোথাও কোথাও। সার্কুলেশন ও
অক্ষরেখার প্রভাবে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ও উত্তর পূর্ব ভারতে বৃষ্টি হতে পারে বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক থেকে প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে বেশ কিছু জায়গায়। মোটকথা কলকাতা সহ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ৪৮-৭২ ঘণ্টায় সক্রিয় হতে চলেছে পুণরায় এবং বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতে চলেছে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
SYNOPTIC CONDITION: Argho Batabyal.
গ্রাফিক্স:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৭.৬.২০
সকাল:১০.১৫ মিনিট।
No comments:
Post a Comment