কালথেকে কলকাতা সহ উপকূলীয় এলাকায় মাঝেমধ্যেই হচ্ছে বৃষ্টি। মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদফায়। সঙ্গে রয়েছে বেশ কিছুটা আদ্রতা জনিত অসস্তিভাব। সঙ্গে আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ। এই বৃষ্টির ফলেই কাল উপকূলীয় এলাকার বেশ কিছু জায়গায় সূর্যগ্রহণ দেখায় বাঁধা পড়েছে। কাল বিকেলে হাওড়া জেলার বেশ কিছু জায়গায় বর্ধমানের বেশ কিছু জায়গায় ভালোমত বৃষ্টি হয়েছে সাথে ছিল বজ্রপাত। এর মধ্যেই আজ সকালে হাওড়া ও কলকাতার বেশকিছু জায়গায় ভালো বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২-৩৩°সে আশেপাশে। এখন সকলের একটাই প্রশ্ন এরপর আবহাওয়া কেমন থাকবে?? বৃষ্টি বাড়বে না কমবে ?? এক্ষেত্রে বলে রাখা ভালো বর্তমানে ওড়িশা ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা পাঞ্জাব থেকে বঙ্গোপোসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার জন্য ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪-৩৬ ঘণ্টার মধ্যে।
অন্যদিকে উত্তরবঙ্গের উপর একটি অক্ষরেখা বিস্তৃত থাকায় ৪৮-৭২ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন অর্থাৎ আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। এছাড়াও রয়েছে কর্ণাটক উপকূলে একটি অক্ষরেখা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ২৪-৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ও নিম্ন স্তরের মেঘ প্রবেশ করায় মাঝেমধ্যে উপকূলীয় এলাকা সহ বেশ কিছু জায়গায় ঝেঁপে বেশ কয়েকদফায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে গত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে। এইভাবে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে ৪৮ ঘণ্টা পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে সরতে শুরু করবে।
অন্যদিকে ঘূর্ণাবর্ত আরও সরে যেতে থাকবে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ৭২-৯৬ ঘণ্টার মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫-২৮ তারিখের আশেপাশে। কোথাও কোথাও উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে হতে পারে অতিভারী বৃষ্টি ওই সময়ের মধ্যে। তবে ২৪-৩৬ বা ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে অক্ষরেখা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে। ৭২-৯৬ ঘন্টায় উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল
তারিখ: ২২.৬.২০
সময়: বিকাল ৪.১০ মিনিট।
No comments:
Post a Comment