জ্বলছে ঘর্মাক্ত আদ্র গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশ। সকাল থেকেই
চাদিফাটা রোদের তীব্রতা। রয়েছে বেশিরভাগ
জায়গায় পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা বর্তমানে অনেক কম।
আর হলেও খুবই বিচ্ছিন্ন ভাবে কয়েকটি অঞ্চলে। বিশাল অঞ্চল ব্যাপী বিস্তৃত বৃষ্টি (Widespread rain ) এর সম্ভাবনা ২৪-৪৮ ঘন্টায় নেই যদি পরিস্থিতি খুব একান্ত পরিবর্তন
না হয়। উষ্ণ আদ্র ও অসস্তিকর পরিবেশ ও আংশিক মেঘলা আকাশ নিয়েই বেশিরভাগ অঞ্চলে দিন কাটাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। কলকাতায় থাকবে অসম্ভব ভ্যাপসা উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ২৪-৩৬ ঘন্টায় এমনকি ৪৮ ঘন্টাতেও বিশাল বৃষ্টির সম্ভাবনা কম। হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা সহ উপকূলীয় এলাকায় ২৪-৪৮ ঘন্টার মধ্যে উষ্ণ আদ্র ও অসস্তিকর পরিবেশ বজায় থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। কয়েকটি অঞ্চলে অতি বিচ্ছিন্ন ভাবে বজ্রমেঘ তৈরি হলেও হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায়
সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩-৩৫° সে আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে অনেক বেশি। তাই উষ্ণ আদ্র ও অসস্তিকর গরমে জেরবার হতে হবে আমবাঙালিকে। এই
পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করুন: যেমন ছাতা ব্যবহার, ঘনঘন জলপান, রৌদ্রে না বেরোনো বা বেরোলেও সানগ্লাস, ছাতা ও মাস্ক ব্যবহার করুন। আর যেসমস্ত গুটিকয়েক অঞ্চলে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হলেও হতে পারে সেখানে কিন্তু তার মধ্যেই প্রবল বজ্রপাত হতে পারে । তাই সাবধান হোন। অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল যশোর মংলা সাতক্ষীরা সহ দক্ষিণাঞ্চলে উষ্ণ আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে। আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা মূলত ২৪-৪৮ ঘন্টায়। তাই ওই সমস্ত অঞ্চলের মানুষদের উক্ত তেজরোদ ও ঘর্মাক্ত অসস্তিকর গরম থেকে বাঁচতে উক্ত সতর্কতা গুলি নিতে হবে। এখন জানার বিষয় দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশ আবারো কেন বৃষ্টি থেকে বঞ্চিত হলো?? মৌসুমী বায়ুর মেরুদন্ড মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্তমান সময় থেকে ২৪-৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রবল বৃষ্টিও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। ২৪-৪৮ ঘন্টায় বৃষ্টি হতে পারে রঙপুর, রাজশাহী সিলেট ময়মনসিংহ বিভাগে বেশিরভাগ। ওই সমস্ত অঞ্চলে আকাশ আংশিক থেকে প্রধানত ও কোনো কোনো সময় খুব মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতে। তবে ৪৮ ঘণ্টা পর থেকে অক্ষরেখাটি ধীরে ধীরে নীচের দিকে নামতে পারে। ৩ তারিখ বা তারপর থেকে আবার দক্ষিণবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতে পারে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে। আপাতত ২৪-৪৮ ঘন্টায় ঘর্মাক্ত আদ্র ও অসস্তিকর পরিবেশ বজায় থাকবে। উল্লেখযোগ্য কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উপকূলীয় বাংলাদেশে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
বিশ্লেষণ ও গ্রাফিক্স অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১.৭.২০
সময়: বিকাল ৪.০০ টে।
No comments:
Post a Comment