কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে।
দক্ষিণ বাংলাদেশেও রয়েছে আদ্র ও অসস্তিকর
পরিস্থিতি। এক কথায় আদ্র অসস্তিকর পরিবেশ ও মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই দিন
কাটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলার মানুষের। খুলনা ও সংলগ্ন এলাকায় গতকাল স্বল্পস্থায়ী ঘূর্ণাবর্তের ও অক্ষরেখার জন্য বৃষ্টি হলেও আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের মধ্য ও উপকূলীয় এলাকায় বৃষ্টির
পরিমান কমেছে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আকাশ বেশিরভাগ অঞ্চলে ছিল আংশিক মেঘলা। কোথাও কোথাও সমুদ্র থেকে আদ্র বাতাস বয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে মেঘগুলো
তৈরি হচ্ছিল পশ্চিমাঞ্চলে এবং পরবর্তীতে কালবৈশাখী ঘরানার মতো নীচের দিকে নেমে আসছিল। ফলে ওই সময় প্রবল বজ্রবৃষ্টি হতে থাকে। কিন্তু গতকাল থেকে সমুদ্র থেকে মেঘ ঢোকার মাত্রা বেড়ে যায়। তার কারণ মৌসুমী অক্ষরেখাটি নীচের দিকে নেমে এসেছিল সঙ্গে
ছিল একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা ও স্বল্পস্থায়ী
ঘূর্ণাবর্ত। আজো কোথাও কোথাও সমুদ্র থেকে মেঘ ঢুকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। তাহলে কেমন থাকবে আগামী ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া ??
বর্তমানে দেখা যাচ্ছে মৌসুমী অক্ষরেখাটি রাজস্থান থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকা এবং বাংলাদেশের রাজশাহী সিলেট হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত রয়েছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার উপর। এই দুটি সিস্টেমের প্রভাবে ২৪-৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ , উত্তর বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি বা কোনো কোনো প্রবল বজ্রবৃষ্টি হতে পারে। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। আদ্র ও অসস্তিকর পরিবেশ বজায় থাকতে পারে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকবে। আকাশ থাকবে আংশিক থেকে কোনো কোনো সময় প্রধানত মেঘাচ্ছন্ন। এর মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ও কোথাও কোথাও স্বল্পস্থায়ী দু এক পশলা ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ঘর্মাক্ত ও অসস্তিকর পরিবেশ বজায় থাকবে।
অক্ষরেখাটি উত্তরবঙ্গের দিকে উঠে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু জায়গায় সামুদ্রিক আদ্র বাতাসের প্রবাহ বা দখিনা বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বা শুক্রবার থেকে বৃষ্টির পরিমান দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ও সংলগ্ন বাংলাদেশে বৃদ্ধি পেতে পারে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
বিশ্লেষণ অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৩০.৬.২০
রাত: ৮ টা।
No comments:
Post a Comment