রাজ্যের পশ্চিমাঞ্চলে গত কয়েক দিন শুকনো আবহাওয়া থাকার পর ভারী বৃষ্টি শুরু হইছে কোনো কোনো জায়গায়, যেকোনো মুহূর্তে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে সেসব জায়গায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে যাবার দরুন নিচু এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। অস্বস্তিকর,গুমোট গরম থাকার দরুন উত্তরবঙ্গ থেকে অনেকটাই নিচে নেমে এসেছে মৌসুমী অক্ষরেখা সেই কারণে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী কোনো কোনো জাইগায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে।
কেনো এই বৃষ্টিপাত?
উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা অনেকতাই নিচে নেমে এসেছে ,তার সাথে উচ্চ বায়ুমণ্ডলে প্রবল পশ্চিমা বায়ু সক্রিয় এবং তার সাথে তাদের যোগান দিতে সাগর থেকে পূবালী বায়ু প্রবল জলীয়বাষ্প প্রবেশ করাচ্ছ সেই জন্য পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী সপ্তাহের শেষ অব্দি কোন কোন অঞ্চলে বজ্রগর্ভো (কিওমু লোনিম্বাস) মেঘ সঞ্চার করে মাঝে মধ্যে ভারী থেকে অতিভারি বৃষ্টি হবার সম্ভাবনা রইছে এবং তার সাথে হালকা থেকে মাঝারি বজ্রপাত হবার আশঙ্কা রইছে এবং কখন কখনো হালকা থেকে মাঝারি ঝড় বইতে পারে।
তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে সপ্তাহ জুড়ে, তার সাথে ঘর্মাক্ত পরিস্থিতি বজাই থাকবে। দিনের বেলায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে কখনো কখনো সূর্য ও মেঘের লুকোচুরির মাঝে দু এক পশলা বৃষ্টিপাত হয়ে যেতে পারে।
ভারী বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে তার সাথে নিম্ন দামোদর অববাহিকা সংলগ্ন এলাকা জলমগ্ন হবার সম্ভাবনা রয়েছে।তাছাড়া পশ্চিমাঞ্চলে কয়লাখনি অঞ্চল গুলিতে ভারী বৃষ্টি হওয়ার ফলে কোথাও কোথাও ধ্বস নামার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
সপ্তাহজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রীর আশেপাশে বজায় থাকবে।
বাতাসের আর্দ্রতা 80-90 শতাংশ বজায় থাকবে।
আগামী 48 থেকে 72 ঘণ্টা অবধি স্থানীয় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রইছে।
Forecaster: Ritodip Bhakat
Satelite:Himawari(B13 Infrared)
Weather of West Bengal
Time: 7:50am,20/07/2020.
No comments:
Post a Comment