পূর্বাভাস মতোই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়়বৃৃৃৃষ্টি। নিম্নচাপ অক্ষরেখা , সম্মিলন অঞ্চলের প্রভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে দক্ষিণবঙ্গের উপর এবং খুব দ্রুত ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে উঠেছে। পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ পশ্চিম ও দ. পশ্চিম থেকে পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তাই বর্তমান সময় থেকে ৩-৬ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। সাধারণত হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় ভাবে কোথাও কোথাও হতে পারে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
বর্তমান উপগ্রহচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে ভারী বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টি হতে যাচ্ছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় ভাবে। হুগলি কলকাতা মেদিনীপুর হাওড়া বর্ধমান নদীয়া উ ২৪ পরগণা জেলার বেশ কিছু জায়গায় ৩-৬ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত। কোথাও কোথাও বজ্রঝঞঝার সম্ভাবনা রয়েছে। তাই ছাতা সঙ্গে রাখুন। আগামী ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
সময়: ২০.৭.২০
বিকাল : ৪.০৭ মিনিট।
No comments:
Post a Comment