২১ তারিখ দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। তারপর থেকে কখনো জোরে বৃষ্টি বা কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশ বেশিরভাগ অঞ্চলেই মেঘাচ্ছন্ন রয়েছে। যেন রাজ্যজুড়ে রোমান্টিক বর্ষার অনুভূতি। বৃষ্টির ফলে সর্বোচ্চ তাপমাত্রা কালকের থেকে আজ ২২ তারিখ কিছুটা কমলেও ঝিরঝির বৃষ্টির মধ্যেই আদ্র ও অসস্তিকর ভ্যাপসা পরিবেশ বজায় রয়েছে। আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। কখনো কখনো খুব জোর বৃষ্টি হবে। কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে আজ ও কাল কোথাও কোথাও কিছুক্ষণের জন্য কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। থাকতে পারে বজ্রপাত। বজ্রপাত পশ্চিমবঙ্গে ভালোই প্রাণ কেড়ে নিচ্ছে তাই সাবধানে থাকুন
। বজ্রপাতের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আকাশ থাকবে ওই সময় মেঘাচ্ছন্ন। আদ্র ও অসস্তিকর পরিবেশ বজায় থাকতে পারে।
বর্তমান উপগ্রহচিত্র বিশ্লেষণ করে বলা যায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘন মেঘমালা অবস্থান করছে। এরপ্রভাবে মেদিনীপুর, দ ২৪ পরগণা , হাওড়া সহ বঙ্গের উপকূলীয় এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে ওড়়িশা ও বাংলাদেশের উপকূলীয় এলাকার কোথাও কোথাও। বর্তমান সময় থেকে ৬-১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া কলকাতা বর্ধমান ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকার জেলাগুলোতে। ২৪ পরগণা মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুুরশিদাবাদ বর্ধমান সহ বেশ কিছু জায়গায় ৬-১২ ঘণ্টায় ও ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বরিশাল যশোর সাতক্ষীরা মংলা ঢাকা সহ বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজশাহী , রঙপুর ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু জায়গায় ২৪-৪৮ ঘণ্টায়।
কোনো থাকছে ২৪-৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা ??
বর্তমানে মৌসুমী অক্ষরেখাটি উত্তরবঙ্গের উপর অবস্থিত। একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এরফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করছে পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের নানা জায়গায়। সাথে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। তাই ঘনমেঘের সঞ্চার ঘটছে নানা জায়গায়। এছাড়া বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে। ফলে ২৪-৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ , বাংলাদেশ , উত্তরবঙ্গ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময়ের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২২.৭.২০
সময়: দুপুর ১.৫০ মিনিট।
No comments:
Post a Comment