প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বর্তমান সময় থেকে ৩-৬ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের উপর সুউচ্চ বজ্রগর্ভ মেঘ থেকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
পশ্চিম থেকে মেঘগুলি ক্রমশ অগ্রসর হয়ে আসবে গতিপথ অনুসারে এবং বিক্ষিপ্তভাবে তুমুল ঝড়়বৃৃৃৃষ্টি চলবে ওই সমস্ত অঞ্চলে। বৃষ্টির সঙ্গে থাকবে প্রবল বজ্রপাত তাই সতর্কতা অবলম্বন করুন। হাওড়া কলকাতা মেদিনীপুর হুগলি বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর ২৪ পরগণায় বিক্ষিপ্ত ভাবে প্রবল বৃষ্টি হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণ ভারী বর্ষণ হবে। কোথাও কোথাও অতিভারী স্থানীয় ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের যোগান ও সম্মিলনের প্রভাবে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টাতেও বিক্ষিপ্তভাবে। তাই উপযুক্ত সতর্কতা অবলম্বন করুন। আজ রাতেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্তমান সময় থেকে ৩-৬ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও। বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও স্থানীয় প্রবল বৃষ্টি। কোথাও কোথাও ওই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। বৃষ্টিপাতে জলমগ্ন হবার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২১.৭.২০
সময়: বিকাল ৩.০৫ মিনিট।
No comments:
Post a Comment