পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ। দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি বঙ্গ-উৎকল-বাংলায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, July 05, 2020

পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ। দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি বঙ্গ-উৎকল-বাংলায়।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ ঢাকা পড়েছে আজ গাঢ় মেঘে। হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও কয়েকপশলা ভারী বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন উপকূলীয় জেলাগুলোতে। মাঝে মাঝে কোথাও কোথাও রোদ উঠলেও তারপর আবার ঝেঁপে এসেছে বৃষ্টি। বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও আজ বৃষ্টি হয়েছে। তুলনায় বেশি বৃষ্টি হয়েছে ওড়িশায়। তবে আদ্র অসস্তিকর ভ্যাপসা গরম ছিল আজকেও নানা জায়গায়। আমাদের পূর্বাভাসে বলা ছিল ৪৮ ঘন্টায় বাড়বে বৃষ্টি। সেই পূর্বাভাস সত্যি করেই আজ থেকে আরো বেড়েছে বৃষ্টির দাপট উপকূলীয় এলাকায়। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। তবে ২৪-৪৮ ঘন্টায় আরো বাড়তে চলেছে বৃষ্টি কলকাতা ও সংলগ্ন উপকূলীয় এলাকায়, ওড়িশা ও বাংলাদেশের বেশ কিছু জায়গায়। এছাড়া বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড , মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বাংলাদেশের বেশ কিছু জায়গায়। খুলনা বরিশাল যশোর সাতক্ষীরা মংলা চট্টগ্রাম প্রভৃতি বিভাগে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা ওড়িশা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ভালোই বৃষ্টি হবে। কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপোসাগর অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্ত ওড়িশা উপকূল দিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ওড়়িশা উপকূল ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসাবে অবস্থান করছে এর জন্য মৌসুমী বায়ু ২৪-৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে সক্রিয় হতে পারে আরো। সাথে একটি অক্ষরেখা বিস্তৃত।
বর্তমান চিত্র থেকে বলা যায় মৌসুমী অক্ষরেখাটি গুজরাট উপকূলীয় এলাকায় নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গ উপকূলের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ ১২-২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় প্রবেশ করবে। এর পাশাপাশি
অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের উপর সরে আসতে পারে। যার জন্য হালকা থেকে মাঝারি ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উভয় ২৪ পরগণা মেদিনীপুর ঝাড়গ্রাম , নদীয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে ২৪-৪৮ ঘন্টায় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে তাই মৎসজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। নিম্নচাপ স্থলভাগ অতিক্রম করলে আরো বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও ওড়িশায়।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ ৫.৭.২০
সময়: সন্ধ্যা ৭.৩০ মিনিট। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......