মৌসুমী অক্ষরেখার পূর্বপ্রান্তের ক্রমান্বয় সরণ। রয়েছে প্রবল বজ্রবৃষ্টির সম্ভাবনা। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, July 08, 2020

মৌসুমী অক্ষরেখার পূর্বপ্রান্তের ক্রমান্বয় সরণ। রয়েছে প্রবল বজ্রবৃষ্টির সম্ভাবনা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ থাকছে আংশিক থেকে প্রধানত মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে গত ২৪-৩৬ ঘণ্টার মধ্যে। সঙ্গে রয়েছে আদ্রতাজনিত অসস্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি নিম্নচাপ। সেটি ওড়িশার মধ্য দিয়ে ঝাড়খণ্ড হয়ে বর্তমানে
ঝাড়খণ্ড বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ও মেঘ ঢুকেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তারজন্য মাঝে মাঝেই বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় গত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে। এর পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা গুজরাট থেকে বিস্তৃত ছিল।
কিন্তু গতকাল বিকেলে উত্তর দিকে অগ্রসর হয়ে যায় তাই উত্তরবঙ্গ ও মধ্যবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি কাল বেড়ে যায়। আজ সকালে 
নিম্নচাপ অক্ষরেখা আবার স্বাভাবিক অবস্থানে
চলে আসে। ফলে কলকাতা ও সংলগ্ন এলাকায়
মেঘাচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে আজ। আকাশ রয়েছে আংশিক থেকে প্রধানত মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের সংযুক্তির জন্য। এর পাশাপাশি বঙ্গোপোসাগর থেকেও মেঘ সঞ্চার হচ্ছে উপকূলীয় এলাকার কোথাও কোথাও। মৌসুমী অক্ষরেখার উত্থান অবনমন চলতে থাকায় দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। সাধারণত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী / ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার পূর্বপ্রান্তের উত্তর দিকে অগ্রসরন হলে উত্তরবঙ্গের জেলাগুলোতে  ৪৮-৭২ ঘন্টায় মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বজ্রপাত, বজ্রঝঞ্ঝার সতর্কতা দেওয়া হল ৪৮-৭২ ঘন্টায় উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ড , উত্তর ও উত্তর পূর্ব বাংলাদেশ 
রঙপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা প্রভৃতি বিভাগে। ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে 
মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গায়। আদ্র ও অসস্তিকর পরিবেশ বজায় থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কোনো কোনো সময়। পার্বত্য অঞ্চলে ধ্বস ও হড়পাবানের সতর্কতা দেওয়া হল Wowb team এর তরফ থেকে। দেওয়া হল বজ্রপাতের সতর্কতা। 
বর্তমান চিত্র থেকে বলা যায় মৌসুমী অক্ষরেখাটি গতকাল গুজরাট থেকে মধ্যবঙ্গের উপর দিয়ে উত্তর বাংলাদেশে বিস্তৃত ছিল। আজ সকালে নীচের দিকে নেমে আসে। চিত্রে Y1 হল পূর্ব প্রান্তের গতকালের অবস্থান অন্যদিকে Y2 হল বর্তমান অবস্থান । অর্থাৎ অকষরেখাটি উত্তর দক্ষিণে সমানতরালে ওঠা নামা করছে এবং অবস্থান পরিবর্তন করছে। বর্তমানে স্বাভাবিক অবস্থানে রয়েছে। অন্যদিকে
সাদা চিত্র অনুযায়ী Y1 হল মৌসুমী অক্ষরেখার
সরবোনিমন নামার অঞ্চল ও Y4 হলো মৌসুমী অক্ষরেখার পূর্বপ্রান্তের সর্বোচ্চ উত্থান অঞ্চল। Y1 থেকে Y4 এর মধ্যে পর্যায়ক্রমে উত্থান ও অবনমন চলতে থাকবে ৭২-৯৬ ঘণ্টার মধ্যে Y2 ও Y3 অঞ্চলের মধ্যদিয়ে। Y1 ও Y2 অঞ্চলে থাকলে ভালো বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আর যখন Y3 ও Y4 অঞচলে উঠে যাবে তখন উত্তর ও মধ্যবঙ্গ , উত্তর ও মধ্য বাংলাদেশ বিহার ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে ৭২-৯৬ ঘন্টায়। বর্তমানে অকষরেখাটি Y1 ও Y2 অঞ্চলের আশেপাশে অবস্থান করায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে আবার উপরে উঠতে পারে অক্ষরেখা এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য ভারতের উপর এই দুয়ের প্রভাবে ভালো বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে উত্তর ও মধ্য বঙগ ৪৮-৭২ ঘন্টায়। অন্যদিকে অক্ষরেখার পশ্চিমপ্রান্ত গুজরাট ও সংলগ্ন এলাকায় নিম্নচাপের সঙ্গে যুক্ত থাকায় বর্তমানে স্থবির হয়ে রয়েছে ওই অঞ্চলে। ৭২-৯৬ ঘণ্টার মধ্যে পশ্চিমপ্রান্ত রাজস্থান ও সংলগ্ন এলাকার দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ ২৪-৪৮ ঘণ্টার মধ্যে বেশকিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও হতে পারে। তাই বলা যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টি চলবে ৪৮-৭২ ঘন্টায় ঘূর্ণাবর্ত অক্ষরেখা ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল
তারিখ: ৮.৭.২০
সময়: বিকাল ৩.৩৫ মিনিট।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......