গয়া, ধানবাদ, বাঁকুড়া ও মেদিনীপুর হয়ে মৌসুমী অক্ষরেখা। ৩৬ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 24, 2020

গয়া, ধানবাদ, বাঁকুড়া ও মেদিনীপুর হয়ে মৌসুমী অক্ষরেখা। ৩৬ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা।

মেঘলা আকাশ ও আদ্র অসস্তিকর ভ্যাপসা গরম নিয়েই আজ সকাল শুরু হয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। বেলা বাড়তে কোথাও কোথাও রোদের মুখ দেখা গেলেও দক্ষিণবঙ্গের
কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল জানাচ্ছে আজ ও আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝেমাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গরম অনুভব হবে দক্ষিণবঙ্গের নানা জায়গায়। কলকাতা হাওড়া হুগলি নদীয়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান সহ নানা জেলায় কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ২৪-৩৬ ঘন্টায় বিক্ষিপ্তভাবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ওই সময়ের মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তবে ২৫ তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে যেহেতু বর্ষাকাল প্রচুর জলীয় বাষ্পের সংযুক্তির জন্য ওই সময় বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে জুলাইয়ের শেষ থেকে আগষ্টের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তবে তা নিয়ে পূর্বাভাস পরবর্তী সময়ে করা হবে। সঙ্গে থাকুন আমাদের। কেনো হবে বৃষ্টি ২৪-৩৬ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ??
সর্বোশেষ উইণ্ড ম্যাপ অনুযায়ী বলা যায় মৌসুমী অক্ষরেখাটি উত্তর পশ্চিম ভারত থেকে হিমালয় পর্বতের পাদদেশ ও গঙ্গা সমভূমির মধ্য
দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত হয়ে উত্তর
বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অক্ষরেখাটি
বারানসী, গয়া , ধনবাদ , আসানসোল , বাঁকুড়া, মেদিনীপুর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সাথে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুয়ের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে। তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪-৩৬ ঘন্টায়। 
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
২৪.৭.২০( ১২.৪২ মিনিট )

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......