রাজ্যের পশ্চিমাঞ্চলে কেমন পরিস্থিতি থাকবে আগামী তিন দিন??? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, July 27, 2020

রাজ্যের পশ্চিমাঞ্চলে কেমন পরিস্থিতি থাকবে আগামী তিন দিন???

বেশ কিছু দিন ভারী বৃষ্টি হবার পর আবার শুরু হইছে পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গ জুড়ে আদ্রতা জনিত তীব্র অসস্তিকর গরম।এই গরমের ফলে সারাদিন এক তীব্র দম বন্ধকর পরিস্থিতি তৈরি হচ্ছে, সারা আকাশ জুড়ে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই, এবং বাতাসে প্রচুর আদ্রতা থাকার দরুন অসস্তিকর গরম বজায় থাকছে।
এই কিছু দিন আগে এমন ভারী বৃষ্টি তে খনি এলাকার কিছু জায়গায় তে ধস নেমেছে।



আগে ভালো বৃষ্টির কারণ ছিল নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ এ নেমে এসেছিল তার সাথে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই কারণে পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দেখা মিলেছিল,এখন সেই কিছুই নেই, তাই বৃষ্টিও হ্রাস পেয়েছে,দিনের বেলায় প্রখর সূর্যের তাপ তার সাথে তীব্র ঘামে পশ্চিমাঞ্চল বাসির নাজেহাল অবস্থা। এই ঘর্মাক্ত অসস্তিকর গরম থেকে কবে রেহাই পাওয়া যাবে সেই দিকে সবাই তাকিয়ে!!!


এই করোনা অতিমহামারির মধ্যে এমনি আবহাওয়া তারতম্য বজায় থাকলে অর্থাৎ কখনো গরম কখনো ভারী বৃষ্টির ফলে ঠান্ডা আবহাওয়া হচ্ছে ফলে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে, ফলে সবার মধ্যে ভয় বিরাজ করছে।

তবে এই বৃষ্টি কবে শুরু হবে বাহ এই অসস্তিকর গরম থেকে যে মুক্তি কবে মিলবে সবার মধ্যে এই প্রশ্ন!!!



বর্তমানে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হইছে এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ফলে পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দেখা নেই। শুধু উত্তরবঙ্গে বৃষ্টি পাচ্ছে।
তবে হ্যা পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি দেখা মিলবে অর্থাৎ কোথাও কোথাও স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আগামী 16 থেকে 18 ঘণ্টার পর থেকে বৃষ্টির পরিমাণ কিছু টা হলেও বাড়তে পারে। আগামী 24 ঘণ্টার পর থেকে 48 ঘণ্টা অবধি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে ,যে অঞ্চলে বৃষ্টি হবে সেই সমস্ত জায়গায় প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে।আগামী 48 ঘণ্টা পর আবার বৃষ্টি তীব্রতা হ্রাস পেতে পারে। তবে তীব্র ঘর্মাক্ত অসস্তিকর গরম থেকে এখনই মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 34°C থেকে সর্বনিম্ন তাপমাত্রা 26°C এর আশেপাশে থাকবে, আদ্রতা 80 শতাংশ আসে পাশে থাকার সম্ভাবনা রইছে।



Forecaster: Ritodip Bhakat (Senior member)
Weather of WestBengal
Date & Time: 1:25pm, 27/07/2020

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......