বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে চলেছে নিম্নচাপ। বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপকূলীয় এলাকায় অবস্থিত একটি ঘূর্ণাবর্ত যা পরবর্তী পর্যায়ে আরো শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা প্রবল। এই নিম্নচাপ আগের বারের মতো ফ্লপ না হবার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ ও লাগোয়া অঞ্চল ঘেঁষে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ভালোরকম বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ১৯-২১ তারিখের মধ্যে। কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর নদীয়া ২৪ পরগণা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগের নিম্নচাপের সঙ্গে এবারের নিম্নচাপের বেশ কিছুটা পরিস্থিতির পার্থক্য রয়েছে। যার মধ্যে প্রথম হল মেঘমালার সংগঠন। পূবালী বাতাসের তীব্রতা বেশি থাকায় আগের বারের নিম্নচাপের মেঘমালার বিস্তার ছিল ওড়িশা ও সংলগ্ন এলাকার উপর বেশি। এছাড়া ওড়িশা লাগোয়া অঞ্চলে গঠিত হওয়ার জন্য ওড়িশাতেই আগের বারের নিম্নচাপের প্রভাব বেশি ছিল। নিম্নচাপের উত্তর পূর্ব কোয়াড্রেন্টে মেঘের উপস্থিতি খুবই কম ছিল। তাই আগের বারের নিম্নচাপ থেকে আশাতীত বৃষ্টি হতে পারেনি। তবে এবারে নিম্নচাপের গঠন অঞ্চল বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ঘেঁষে হতে পারে। এর পাশাপাশি বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং উইণ্ড শেয়ার কম থাকার জন্য এই নিম্নচাপ হতাশ করবেনা বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে নিম্নচাপ শক্তিশালী হয়ে উঠতে পারে কারণ এম জে ও ফেভারেবল, উইণ্ড শেয়ার কম ও জলতাপমাত্রা বেশি রয়েছে। সহজেই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিবৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮-৭২ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ওড়িশা ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় ৪৮-৭২ ঘন্টায়। নিম্নচাপ , অক্ষরেখা ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ৪৮-৭২ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপের প্রভাবে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৪৮-৭২ ঘণ্টায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে ৩০-৩২° সে আশেপাশে থাকবে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১৮.৮.২০
সময় সন্ধ্যা ৭.৩০ মিনিট।
No comments:
Post a Comment